
মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৫” উদ্বোধন করা হয়েছে। শনিবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচীর অংশ হিসেবে ২০০টি তালের চারা এবং ২ হাজার ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়।
উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন হবিগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ মঈনুল হক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম।