
মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ):
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বনগাওঁ-পিঠুয়া গ্রামের ফাঁসগাছ ব্রিজের নিচ থেকে উদ্ধার হওয়া জাবেদ মিয়ার হত্যাকাণ্ডের মূলহোতা আব্দুল আউয়ালকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট রাতে একটি মোবাইল কল পেয়ে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাওঁ গ্রামের আতিক মিয়ার ছেলে মোঃ জাবেদ মিয়া (২৮)। নিখোঁজের দুই দিন পর ২২ আগস্ট সকালে উপজেলার আউশকান্দি-পিঠুয়া টু বনগাওঁ সড়কের হাছানখালী খালের ফাঁসগাছ ব্রিজের নিচে ভেসে ওঠে তার মরদেহ। প্রাথমিক তদন্তে জানা যায়, তার পরনের প্যান্টের কোমরের কালো বেল্ট দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী হত্যাকারীদের গ্রেফতারে অভিযান শুরু করে।
শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) ও র্যাব-১১ এর একটি যৌথ দল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কাশিপুর দেওয়ানবাড়ী এলাকায় অভিযান চালায়। রাত ১২টা ৪০ মিনিটে এ অভিযানে মামলার পলাতক আসামি ও ঘটনার মূলহোতা বনগাওঁ গ্রামের লেচু মিয়ার ছেলে মো. আব্দুল আউয়াল (২৫) গ্রেফতার হয়। পরে তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ কামরুজ্জামানও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।