ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

লাখাইয়ে পাওনা টাকার জন্য শাশুড়ি সহ ৩ জন কে পিটিয়ে আহত করেছে মেয়ের জামাই

পারভেজ হাসান লাখাই থেকেঃ লাখাইয়ে পাওনা টাকার জন্য শাশুড়িসহ তিন জনকে পিটিয়ে আহত করেছে মেয়ে ও মেয়ের জামাই। 

উপজেলার বুল্লা ইউনিয়নের পূর্ব বুল্লা গ্রামের দাসপাড়ায় ঘটেছে এ ঘটনা। 

জানা যায়, ১৪ এপ্রিল (সোমবার) সকাল সাড়ে ৯ ঘটিকার সময় পূর্ব বুল্লা গ্রামের দাস পাড়ায় পাওনা টাকার জন্য শাশুড়ি,শালা এবং শালার বউকে পিটিয়ে আহত করেছে মধু দাস ও তার স্ত্রী রুনু রানী দাস।আহতরা হলেন পূর্ব বুল্লা গ্রামের সবিতা রানী দাস(৬০),মনিকা রানী দাস(৩০),উজ্জ্বল দাস(৩৫)।আহত সবিতা রানী দাস মধু দাসের শাশুড়ি এবং রুনু রানী দাসের মা। এবং আহত উজ্জ্বল দাস মধু দাসের একমাত্র শালা এবং রুনুর রানী দাসের আপন ভাই।আহত মনিকা রানী দাস মধু দাসের শালার বউ।পাওনা টাকার জন্য মধু দাসের শাশুড়ি সবিতা রানী দাস, কনিকা রানী দাস ও উজ্জ্বল দাস কে কুপিয়ে রক্তাত করে ফেলে রাখলে স্থানীয়রা আহতদের কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক সবিতা রানী দাসের অবস্থা আশঙ্কা জনক দেখে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। বাকিদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়া হয়। 

এ ব্যাপারে লাখাই থানা ওসি বন্ধে আলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন একটি লিখিত অভিযোগ হয়েছে আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

আপলোডকারীর তথ্য

Liton Bin Islam

লাখাইয়ে পাওনা টাকার জন্য শাশুড়ি সহ ৩ জন কে পিটিয়ে আহত করেছে মেয়ের জামাই

আপডেট সময় ১২:৪১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

পারভেজ হাসান লাখাই থেকেঃ লাখাইয়ে পাওনা টাকার জন্য শাশুড়িসহ তিন জনকে পিটিয়ে আহত করেছে মেয়ে ও মেয়ের জামাই। 

উপজেলার বুল্লা ইউনিয়নের পূর্ব বুল্লা গ্রামের দাসপাড়ায় ঘটেছে এ ঘটনা। 

জানা যায়, ১৪ এপ্রিল (সোমবার) সকাল সাড়ে ৯ ঘটিকার সময় পূর্ব বুল্লা গ্রামের দাস পাড়ায় পাওনা টাকার জন্য শাশুড়ি,শালা এবং শালার বউকে পিটিয়ে আহত করেছে মধু দাস ও তার স্ত্রী রুনু রানী দাস।আহতরা হলেন পূর্ব বুল্লা গ্রামের সবিতা রানী দাস(৬০),মনিকা রানী দাস(৩০),উজ্জ্বল দাস(৩৫)।আহত সবিতা রানী দাস মধু দাসের শাশুড়ি এবং রুনু রানী দাসের মা। এবং আহত উজ্জ্বল দাস মধু দাসের একমাত্র শালা এবং রুনুর রানী দাসের আপন ভাই।আহত মনিকা রানী দাস মধু দাসের শালার বউ।পাওনা টাকার জন্য মধু দাসের শাশুড়ি সবিতা রানী দাস, কনিকা রানী দাস ও উজ্জ্বল দাস কে কুপিয়ে রক্তাত করে ফেলে রাখলে স্থানীয়রা আহতদের কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক সবিতা রানী দাসের অবস্থা আশঙ্কা জনক দেখে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। বাকিদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়া হয়। 

এ ব্যাপারে লাখাই থানা ওসি বন্ধে আলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন একটি লিখিত অভিযোগ হয়েছে আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।