ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সরাইল ২৫ বিজিবির অভিযানে নতুন আলু, মোবাইল ফোন, এক্সেসরিজ ও পিকআপসহ আসামী আটক

বাংলার খবর ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) পরিচালিত টানা অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নতুন আলু, মোবাইল ফোন, এক্সেসরিজ এবং একটি পিকআপসহ দুইজন আসামীকে আটক করা হয়েছে। ২২ ও ২৩ নভেম্বর পরিচালিত এসব অভিযানে মোট ৯৪ লাখ ৫৯ হাজার ৭৬০ টাকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

### মোবাইল ফোন ও এক্সেসরিজ জব্দ — মাধবপুরে বিজিবির রাতের অভিযান
২৩ নভেম্বর রাত আনুমানিক ২২:৫০ ঘটিকায় ধর্মঘর বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৯৯২/৪৭-এস থেকে প্রায় ৮০০ গজ ভেতরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আলীনগর এলাকায় ফাঁদ পেতে অবস্থান নেয়।
রাত ০০:৩০টায় ৪–৫ জন লোক ভারতীয় সীমান্ত দিক থেকে কার্টুন হাতে এলে টহলদল টের পেয়ে তারা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ২৩২টি মোবাইল ফোন, ৩১টি ডিসপ্লে ও ১৯টি ব্যাক কভার জব্দ করা হয়।
জব্দকৃত এসব পণ্যের সিজার মূল্য দাঁড়িয়েছে **৭১,৯২,০০০ টাকা**।

### বিজয়নগরে আলু ও কম্বল আটক
একই দিন সরাইল ব্যাটালিয়নের আরেক টহলদল সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে ৫ কিলোমিটার ভেতরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালায়।
এ সময় মালিকবিহীন অবস্থায় **৬৬১ কেজি ভারতীয় নতুন আলু** ও **৫টি উন্নতমানের কম্বল** জব্দ করা হয়।
যার সিজার মূল্য **১,৩৯,৩২০ টাকা**।

### চন্দুরায় পিকআপসহ ৫,২৩৭ কেজি আলু ও দুইজন আসামী আটক
২২ নভেম্বর বিকেল ১৭:৩০টায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিশেষ টহলদল চন্দুরা এলাকায় অভিযান চালায়।
তল্লাশির সময় একটি পিকআপে ত্রিপল দিয়ে লুকানো অবস্থায় **৫,২৩৭ কেজি ভারতীয় নতুন আলু** পাওয়া যায়।
এ সময় দুইজন আসামীকে আটক করা হয়—

১) **মো. মারুফ আহমেদ (১৯)**, পিতা: বিল্লাল হোসেন, গ্রাম: রাধানগর বাজার, জাফলং চা বাগান, সিলেট
২) **মো. জীবন হক (২৪)**, পিতা: আমিরুল হক মিয়া, গ্রাম: গাজীপুর, টঙ্গী, গাজীপুর

আটককৃত আলু, পিকআপ ও দুই আসামীকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এই অভিযানের মোট সিজার মূল্য **২১,২৮,৪৪০ টাকা**।

### বিজিবির অভিযান অব্যাহত
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানিয়েছে, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া ও হবিগঞ্জের মাধবপুর সীমান্তে চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে নিয়মিতভাবে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ
error:

সরাইল ২৫ বিজিবির অভিযানে নতুন আলু, মোবাইল ফোন, এক্সেসরিজ ও পিকআপসহ আসামী আটক

আপডেট সময় ০২:৩০:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

বাংলার খবর ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) পরিচালিত টানা অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নতুন আলু, মোবাইল ফোন, এক্সেসরিজ এবং একটি পিকআপসহ দুইজন আসামীকে আটক করা হয়েছে। ২২ ও ২৩ নভেম্বর পরিচালিত এসব অভিযানে মোট ৯৪ লাখ ৫৯ হাজার ৭৬০ টাকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

### মোবাইল ফোন ও এক্সেসরিজ জব্দ — মাধবপুরে বিজিবির রাতের অভিযান
২৩ নভেম্বর রাত আনুমানিক ২২:৫০ ঘটিকায় ধর্মঘর বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৯৯২/৪৭-এস থেকে প্রায় ৮০০ গজ ভেতরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আলীনগর এলাকায় ফাঁদ পেতে অবস্থান নেয়।
রাত ০০:৩০টায় ৪–৫ জন লোক ভারতীয় সীমান্ত দিক থেকে কার্টুন হাতে এলে টহলদল টের পেয়ে তারা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ২৩২টি মোবাইল ফোন, ৩১টি ডিসপ্লে ও ১৯টি ব্যাক কভার জব্দ করা হয়।
জব্দকৃত এসব পণ্যের সিজার মূল্য দাঁড়িয়েছে **৭১,৯২,০০০ টাকা**।

### বিজয়নগরে আলু ও কম্বল আটক
একই দিন সরাইল ব্যাটালিয়নের আরেক টহলদল সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে ৫ কিলোমিটার ভেতরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালায়।
এ সময় মালিকবিহীন অবস্থায় **৬৬১ কেজি ভারতীয় নতুন আলু** ও **৫টি উন্নতমানের কম্বল** জব্দ করা হয়।
যার সিজার মূল্য **১,৩৯,৩২০ টাকা**।

### চন্দুরায় পিকআপসহ ৫,২৩৭ কেজি আলু ও দুইজন আসামী আটক
২২ নভেম্বর বিকেল ১৭:৩০টায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিশেষ টহলদল চন্দুরা এলাকায় অভিযান চালায়।
তল্লাশির সময় একটি পিকআপে ত্রিপল দিয়ে লুকানো অবস্থায় **৫,২৩৭ কেজি ভারতীয় নতুন আলু** পাওয়া যায়।
এ সময় দুইজন আসামীকে আটক করা হয়—

১) **মো. মারুফ আহমেদ (১৯)**, পিতা: বিল্লাল হোসেন, গ্রাম: রাধানগর বাজার, জাফলং চা বাগান, সিলেট
২) **মো. জীবন হক (২৪)**, পিতা: আমিরুল হক মিয়া, গ্রাম: গাজীপুর, টঙ্গী, গাজীপুর

আটককৃত আলু, পিকআপ ও দুই আসামীকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এই অভিযানের মোট সিজার মূল্য **২১,২৮,৪৪০ টাকা**।

### বিজিবির অভিযান অব্যাহত
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানিয়েছে, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া ও হবিগঞ্জের মাধবপুর সীমান্তে চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে নিয়মিতভাবে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হচ্ছে।