
বাংলার খবর ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) পরিচালিত টানা অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নতুন আলু, মোবাইল ফোন, এক্সেসরিজ এবং একটি পিকআপসহ দুইজন আসামীকে আটক করা হয়েছে। ২২ ও ২৩ নভেম্বর পরিচালিত এসব অভিযানে মোট ৯৪ লাখ ৫৯ হাজার ৭৬০ টাকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
### মোবাইল ফোন ও এক্সেসরিজ জব্দ — মাধবপুরে বিজিবির রাতের অভিযান
২৩ নভেম্বর রাত আনুমানিক ২২:৫০ ঘটিকায় ধর্মঘর বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৯৯২/৪৭-এস থেকে প্রায় ৮০০ গজ ভেতরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আলীনগর এলাকায় ফাঁদ পেতে অবস্থান নেয়।
রাত ০০:৩০টায় ৪–৫ জন লোক ভারতীয় সীমান্ত দিক থেকে কার্টুন হাতে এলে টহলদল টের পেয়ে তারা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ২৩২টি মোবাইল ফোন, ৩১টি ডিসপ্লে ও ১৯টি ব্যাক কভার জব্দ করা হয়।
জব্দকৃত এসব পণ্যের সিজার মূল্য দাঁড়িয়েছে **৭১,৯২,০০০ টাকা**।
### বিজয়নগরে আলু ও কম্বল আটক
একই দিন সরাইল ব্যাটালিয়নের আরেক টহলদল সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে ৫ কিলোমিটার ভেতরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালায়।
এ সময় মালিকবিহীন অবস্থায় **৬৬১ কেজি ভারতীয় নতুন আলু** ও **৫টি উন্নতমানের কম্বল** জব্দ করা হয়।
যার সিজার মূল্য **১,৩৯,৩২০ টাকা**।
### চন্দুরায় পিকআপসহ ৫,২৩৭ কেজি আলু ও দুইজন আসামী আটক
২২ নভেম্বর বিকেল ১৭:৩০টায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিশেষ টহলদল চন্দুরা এলাকায় অভিযান চালায়।
তল্লাশির সময় একটি পিকআপে ত্রিপল দিয়ে লুকানো অবস্থায় **৫,২৩৭ কেজি ভারতীয় নতুন আলু** পাওয়া যায়।
এ সময় দুইজন আসামীকে আটক করা হয়—
১) **মো. মারুফ আহমেদ (১৯)**, পিতা: বিল্লাল হোসেন, গ্রাম: রাধানগর বাজার, জাফলং চা বাগান, সিলেট
২) **মো. জীবন হক (২৪)**, পিতা: আমিরুল হক মিয়া, গ্রাম: গাজীপুর, টঙ্গী, গাজীপুর
আটককৃত আলু, পিকআপ ও দুই আসামীকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এই অভিযানের মোট সিজার মূল্য **২১,২৮,৪৪০ টাকা**।
### বিজিবির অভিযান অব্যাহত
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানিয়েছে, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া ও হবিগঞ্জের মাধবপুর সীমান্তে চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে নিয়মিতভাবে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হচ্ছে।
বাংলার খবর ডেস্ক : 

























