
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দুই আসামিকে আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
১৯ সেপ্টেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পূর্ব কালাছড়া এলাকায় বিষ্ণপুর বিওপির বিশেষ টহলদল অভিযান চালিয়ে আসামীবিহীন ৯ হাজার ৮৬৬ পিস ভারতীয় ইয়াবা আটক করে। এর বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা।
অপরদিকে, একইদিন সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বটতলী এলাকায় ধর্মঘর বিওপির টহলদল অভিযানে দুই আসামিকে আটক করে। আটককৃতরা হলো—
১. মোঃ রোকন (২৬), পিতা মোঃ আক্কাস মিয়া, গ্রাম সানহাবুল্লা।
২. আপন মিয়া (১৯), পিতা মোঃ বকুল মিয়া, গ্রাম মাঝিশাইল।
তাদের কাছ থেকে ৯ বোতল ভারতীয় মদ, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসবের আনুমানিক মূল্য ৩ লাখ ১ হাজার ১০০ টাকা।
আটক আসামিদের মাদকদ্রব্য ও জব্দকৃত মালামালসহ মাধবপুর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।
২৫ বিজিবি জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে যাতে মাদক ও চোরাচালানি পণ্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য তাদের অভিযান অব্যাহত থাকবে।
বাংলার খবর ডেস্ক : 

























