
**বাংলার খবর ডেস্ক:**
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকলেও আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। গণতন্ত্রের পক্ষে যেন কোনো ইস্যুতেই রাজনৈতিক দলগুলোর মধ্যে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বুধবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় র্যালি–পূর্ব সমাবেশে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এ র্যালির আয়োজন করে বিএনপি।
তারেক রহমান বলেন, “ধর্ম–দর্শন–মত যার যার, রাষ্ট্র আমাদের সবার। জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি ৩১ দফার সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করবে, যা দেশের উন্নয়ন ও গণতন্ত্রের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী শাসনামলে কেউই নিরাপদ ছিল না। ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে দেশকে বর্বর বন্দিখানা বানানো হয়েছিল। গণতন্ত্র ও আইনের শাসন না থাকলে নারী-পুরুষ, সংখ্যালঘু বা সংখ্যাগুরু—কেউ নিরাপদ নয়।”
এ সময় জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সময়সীমা ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানান তিনি।
সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন। র্যালিতে রাজধানী ও আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।