
আব্দুল বাছিত খান, মৌলভীবাজার: ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবসের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে আয়োজিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর আয়োজিত বিজয় র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৫টায় ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকা থেকে র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা চত্বরে গিয়ে শেষ হয়।
এই **কমলগঞ্জ বিএনপি বিজয় র্যালি**-তে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার হাজারো নেতাকর্মী। র্যালি-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। তিনি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে আমাদের অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন। এটি দেশের মানুষের বিজয়ের ইতিহাস। আজও বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। সেসব মোকাবেলায় আমাদের রাজপথে থাকতেই হবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান এবং স্থানীয় অন্যান্য নেতারা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন। বক্তারা বলেন, “এই বিজয় র্যালি শুধু একটি কর্মসূচি নয়; বরং গণতন্ত্র রক্ষার পথে আমাদের দৃঢ় অঙ্গীকার।”
কমলগঞ্জ বিএনপি বিজয় র্যালি ছিল উৎসবমুখর এবং বিপুল জনসমাগমে পরিপূর্ণ। জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি শহরের প্রতিটি প্রান্তে আলোড়ন সৃষ্টি করে।
🟢 আরও পড়ুন:https://banglarkhabor24.com/news/6849