
বাংলার খবর ডেস্ক রাজধানী ঢাকায় সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের টানা বিক্ষোভের পর শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। মাহফুজ লেখেন, “মাইলস্টোন ট্রাজেডির পূর্ণাঙ্গ তদন্তে একটি কমিটি গঠিত হতে যাচ্ছে। শিক্ষার্থীদের ছয় দফা দাবি বিবেচনায় নিয়ে তদন্ত কমিটি হবে। এরইমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য দাবি মানতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”
এদিকে সচিবালয়ের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরের পর প্রধান ফটকে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে তারা সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন এবং পার্কিংয়ে থাকা কিছু গাড়িতে ভাঙচুর চালান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করে এবং আন্দোলনকারীদের সচিবালয় থেকে বের করে দেয়।
বিক্ষোভের কারণে সচিবালয়ের প্রধান ফটকসহ আশেপাশের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই এলাকায় যান চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
সরকার এখন তদন্তের মাধ্যমে ঘটনাটির পূর্ণাঙ্গ সমাধানে এগোচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।