
বাংলার খবর প্রতিবেদন: বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোর কমিটির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা **স্নাতক পাশ** নির্ধারণ করে গেজেট জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই গেজেট প্রকাশ করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে *“ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৫”* জারি করা হয়।
### নতুন প্রবিধানমালার মূল দিকগুলো:
– কমিটির দায়িত্ব থাকবে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও পরিচালনায়।
– কমিটিতে থাকবেন সভাপতি, শিক্ষক প্রতিনিধি, সংরক্ষিত নারী শিক্ষক প্রতিনিধি, সাধারণ অভিভাবক প্রতিনিধি, সংরক্ষিত নারী অভিভাবক প্রতিনিধি, প্রতিষ্ঠাতা প্রতিনিধি, দাতা প্রতিনিধি ও বিদ্যোৎসাহী সদস্য।
– সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান।
– উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিদের নির্বাচন হবে ভোটের মাধ্যমে।
– প্রতিষ্ঠাতা ও দাতাদের প্রতিনিধিত্বও নির্ধারিত নিয়ম অনুযায়ী নির্বাচিত হতে হবে।
– বোর্ড অনুমোদিত প্রথম সভায় সংখ্যাগরিষ্ঠের মাধ্যমে একজন স্থানীয় বিদ্যোৎসাহী সদস্য মনোনীত করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনায় স্বচ্ছতা ও যোগ্য নেতৃত্ব নিশ্চিত করতে সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক হতে হবে।