
বাংলার খবর ডেস্ক:রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে সাক্ষাৎ করেন তিনি। পরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান।
এর আগে রোববার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
সাম্প্রতিক চীন সফর থেকে দেশে ফেরার পর সেনাপ্রধান একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন। ২১ থেকে ২৮ আগস্ট পর্যন্ত সরকারি সফরে তিনি পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে রোহিঙ্গা প্রত্যাবাসন, কৌশলগত সহযোগিতা, পারস্পরিক যোগাযোগ এবং বাংলাদেশের সামরিক শিল্পের উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা হয়।
অন্যদিকে, রোববার দেশের প্রধান তিনটি রাজনৈতিক দল—বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকটি অনুষ্ঠিত হবে বিকেল ৫টায়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।