ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এনসিপি ছাড়লেন শহীদ সাংবাদিক তুরাবের ভাই Logo বিজিবির বিশেষ অভিযানে হবিগঞ্জ সীমান্তে ১০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ Logo শেরপুরে বাস পুকুরে উল্টে ৩ মাসের শিশুর মৃত্যু, আহত ১৫ Logo জামায়াতকে ’৭১ সালের ভুল স্বীকার করে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান শামসুজ্জামান দুদুর Logo আজ থেকে অন্তর্বর্তী সরকারের ‘দ্বিতীয় অধ্যায়’ শুরু: সচিবালয়ে প্রধান উপদেষ্টা Logo ট্রাম্পের শুল্কের পর মোদি বললেন, ‘চড়া মূল্য দিলেও আপস করব না’ Logo তিন ইউনিয়ন অন্য আসনে, প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ Logo মাধবপুরে বাসচাপায় কলেজ ছাত্রের মৃত্যু Logo মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪ Logo তারেক রহমানের নেতৃত্বে বড় বিজয়: বরিশালে সেলিমা রহমানের বক্তব্য

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “বিজয়-২৪” হল উদ্বোধন

ডুয়েট প্রতিনিধিঃ
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর ২য় ক্যাম্পাসে নবনির্মিত “বিজয়-২৪” হলের উদ্বোধন ২২ জানুয়ারি সন্ধ্যায় হলের টিভি রুমে অনুষ্ঠিত হয়েছে।

লোগোর উপরে চাপ দিলেই চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,*

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. আরেফিন কাউসার, মেকানিক্যাল অনুষদের ডীন এবং উপ-উপাচার্য। সভাপতিত্ব করেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. নাজিম উদ্দীন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. শারাফত হোসেন, বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মাহমুদ আলম, এবং ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. উৎপল কুমার রায়। অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডুয়েট মসজিদের ইমাম।

সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. নাজিম উদ্দীন বলেন, “শিক্ষার্থীদের উচিত এই সুযোগের জন্য কৃতজ্ঞ থাকা এবং হলের নিয়ম-কানুন মেনে চলা।”
অধ্যাপক ড. আরেফিন কাউসার বলেন, “বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের সুবিধার্থে বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগের কাজ দ্রুততার সাথে সমাধান করা হচ্ছে। প্রধান ক্যাম্পাসের সাথে সংযোগ গেট নির্মাণের প্রস্তাব ইতোমধ্যে অনুমোদন পেয়েছে।”

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, “বিজয়-২৪ হলের উদ্বোধন নতুন একটি অধ্যায়ের সূচনা করেছে। আমরা একসাথে এই বিশ্ববিদ্যালয়কে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সেরা করতে চাই।” তিনি আরও জানান, ইউজিসি’তে বাজেট বৃদ্ধি নিয়ে আলোচনা করতে ডুয়েটের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল শিগগিরই সাক্ষাৎ করবে। হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশিদ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং বিজয়-২৪ হল পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন।

বিজয়-২৪ হলের আয়োজক কর্তৃপক্ষ জানায়, এটি আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আবাসিক হল। এখানে শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে ৩৫০টি সিট বরাদ্দ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, ইন্টারনেট, এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, এবং হলের আবাসিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা হল জীবনের নতুন অধ্যায় শুরু করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

এনসিপি ছাড়লেন শহীদ সাংবাদিক তুরাবের ভাই

error:

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “বিজয়-২৪” হল উদ্বোধন

আপডেট সময় ০১:৫৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

ডুয়েট প্রতিনিধিঃ
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর ২য় ক্যাম্পাসে নবনির্মিত “বিজয়-২৪” হলের উদ্বোধন ২২ জানুয়ারি সন্ধ্যায় হলের টিভি রুমে অনুষ্ঠিত হয়েছে।

লোগোর উপরে চাপ দিলেই চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,*

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. আরেফিন কাউসার, মেকানিক্যাল অনুষদের ডীন এবং উপ-উপাচার্য। সভাপতিত্ব করেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. নাজিম উদ্দীন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. শারাফত হোসেন, বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মাহমুদ আলম, এবং ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. উৎপল কুমার রায়। অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডুয়েট মসজিদের ইমাম।

সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. নাজিম উদ্দীন বলেন, “শিক্ষার্থীদের উচিত এই সুযোগের জন্য কৃতজ্ঞ থাকা এবং হলের নিয়ম-কানুন মেনে চলা।”
অধ্যাপক ড. আরেফিন কাউসার বলেন, “বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের সুবিধার্থে বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগের কাজ দ্রুততার সাথে সমাধান করা হচ্ছে। প্রধান ক্যাম্পাসের সাথে সংযোগ গেট নির্মাণের প্রস্তাব ইতোমধ্যে অনুমোদন পেয়েছে।”

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, “বিজয়-২৪ হলের উদ্বোধন নতুন একটি অধ্যায়ের সূচনা করেছে। আমরা একসাথে এই বিশ্ববিদ্যালয়কে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সেরা করতে চাই।” তিনি আরও জানান, ইউজিসি’তে বাজেট বৃদ্ধি নিয়ে আলোচনা করতে ডুয়েটের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল শিগগিরই সাক্ষাৎ করবে। হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশিদ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং বিজয়-২৪ হল পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন।

বিজয়-২৪ হলের আয়োজক কর্তৃপক্ষ জানায়, এটি আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আবাসিক হল। এখানে শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে ৩৫০টি সিট বরাদ্দ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, ইন্টারনেট, এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, এবং হলের আবাসিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা হল জীবনের নতুন অধ্যায় শুরু করার প্রত্যাশা ব্যক্ত করেন।