
**বাংলার খবর জাতীয় ডেস্ক:**
নির্বাচন কমিশনকে (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিক বার্তা পাঠানোর একদিন পরই শুরু হলো অন্তর্বর্তী সরকারের **‘দ্বিতীয় অধ্যায়’**। এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থিত হয়ে এমন ঘোষণা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে ড. ইউনূস বলেন,
> “৫ আগস্ট পর্যন্ত ছিল আমাদের প্রথম অধ্যায়। গতকাল নির্বাচন কমিশনকে ভোট আয়োজনের বিষয়ে জানানো হয়েছে। আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু হলো, যার মূল লক্ষ্য হলো অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা।”
এই বক্তব্যের সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দ্বিতীয় অধ্যায়ের সবচেয়ে বড় কাজ হলো আগামী **ফেব্রুয়ারির রোজার আগেই জাতীয় নির্বাচন সম্পন্ন করা**।
📍 **নিরাপত্তা জোরদার:**
সকাল ১০টা ২৫ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা। তার আগমন ঘিরে সচিবালয় এলাকায় নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা। বৈঠকটি অনুষ্ঠিত হয় মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ১ নম্বর ভবনে, যেখানে এই প্রথম কোনো সরকারপ্রধানের বৈঠক অনুষ্ঠিত হলো।
📍 **পটভূমি:**
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সাবেক আওয়ামী সরকারের পতনের পর ৮ আগস্ট গঠিত হয় অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর থেকে উপদেষ্টা পরিষদের বৈঠক বসছে তার রাষ্ট্রীয় বাসভবন ‘যমুনা’ এবং সংস্কারকৃত প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
দেশ এখন নির্বাচনমুখী এবং অন্তর্বর্তী সরকারের ‘দ্বিতীয় অধ্যায়’ শুরু হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার হয়েছে।