
বাংলার খবর প্রতিনিধি, হবিগঞ্জ: চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশব্যাপী কঠোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ৫৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা হবিগঞ্জ সীমান্তে গত ৪৮ ঘণ্টায় ১১টি বিশেষ অভিযান পরিচালনা করেছেন।
এই অভিযানে ভারতীয় গাঁজা, বিদেশি মদ, গরু, চাল, ফুসকা, মশার কয়েল ও বাইসাইকেলসহ আনুমানিক ১০ লাখ ১৩ হাজার ২০০ টাকার চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা আরও জোরদার করা হবে বলে তিনি জানান।