ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালন করেন মালদ্বীপ বিএনপি Logo লাখাইয়ে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে: নিহত ১, আহত ৪ Logo বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিদের জন্য সুখবর Logo হবিগঞ্জের ৪টি আসনে মনোনয়ন প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী ২৪ জন Logo মাধবপুরে অবৈধ মাটি উত্তোলন বন্ধে অভিযান: সিন্ডিকেটের হুমকি ও হয়রানির শিকার এসআই নাজমুল—এলাকাবাসীর ক্ষোভ Logo বিএনপি গণমানুষের দল: সৈয়দ মোঃ ফয়সল Logo মুফতি আমির হামজার সব ওয়াজ মাহফিল স্থগিত Logo জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের স্থান হতো না: সৈয়দ মো. শাহজাহান Logo পাথরের নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ, বাজারমূল্য ৩১ লাখ টাকা Logo গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়া: মাধবপুরে সৈয়দ ফয়সল

ইমাম নামাজ শুরু করলে কী করবেন? ফজরের সুন্নাত নাকি জামাত?

ফজরের নামাজে যদি মসজিদে ঢোকার সময়ই **ইকামত** হয়ে যায় এবং ইমাম নামাজ শুরু করে দেন, তাহলে সরাসরি **জামাতে ফরজ নামাজে যোগ দিতে হবে** — এ অবস্থায় আলোকচিত প্রশ্ন উঠেছে ফজরের সুন্নাত সম্পর্কে।

শরিয়তের নির্দেশ অনুযায়ী, ইকামত শুরু হয়ে গেলে **ফরজ নামাজের পূর্ণ আয়োজনই অগ্রাধিকার পায়** এবং তখন **সুন্নাত নামাজ শুরু করা যায় না**।

হাদীসে এসেছে—
> “যখন সালাত শুরু হয়ে যায়, তখন ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ নেই।”
— *সহিহ মুসলিম (হাদীস ৭১০)*

এ অবস্থায় অনেকেই প্রশ্ন করেন—**ফজরের ২ রাকাত সুন্নাতের কী হবে?**
এ সম্পর্কে কায়েস ইবনে ‘আমর (রাঃ) বলেন—
তিনি ফজরের ফরজের পর ২ রাকাত নামাজ পড়তেন। নবী ﷺ তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন:
> “আমি ফরজের আগে সুন্নাত পড়তে পারিনি, তাই এখন পড়লাম।”

এই হাদীসটি *আবু দাউদ (হাদীস ১২৬৭)* ও *তিরমিজি (হাদীস ৪২৩)* থেকে বর্ণিত হয়েছে, এবং ইহা **হাদীস হাসান** হিসেবে গ্রহণযোগ্য।

শুধু তাই নয়, ইসলামী ঔলামা বলেন—
যদি জামাতে অংশ নেওয়ার সময় ফজরের সুন্নাত মিস হয়ে যায়, তাহলে **ফরজের পর ২ রাকাত সুন্নাত আদায় করা যায়**। এর ফলে নামাজের কাযেদসীমা ঠিক রেখে শরিয়তের নীতির আলোয় ইবাদত সম্পন্ন হয়।

এ বিষয়ে ধর্মীয় বিশ্লেষণে জানা গেছে, ইসলামে **জামাতের গুরুত্ব অনেক বেশি**, এবং কেয়ামত পর্যন্ত নামাজই মুসলমানের মূল স্তম্ভদের অন্যতম অন্যতম ভিত্তি। তাই ইকামতের সময় ফরজে যোগ দেয়া — তা ইসলামিক শরিয়তের নির্দেশনাই।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালন করেন মালদ্বীপ বিএনপি

error:

ইমাম নামাজ শুরু করলে কী করবেন? ফজরের সুন্নাত নাকি জামাত?

আপডেট সময় ০৮:৫৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

ফজরের নামাজে যদি মসজিদে ঢোকার সময়ই **ইকামত** হয়ে যায় এবং ইমাম নামাজ শুরু করে দেন, তাহলে সরাসরি **জামাতে ফরজ নামাজে যোগ দিতে হবে** — এ অবস্থায় আলোকচিত প্রশ্ন উঠেছে ফজরের সুন্নাত সম্পর্কে।

শরিয়তের নির্দেশ অনুযায়ী, ইকামত শুরু হয়ে গেলে **ফরজ নামাজের পূর্ণ আয়োজনই অগ্রাধিকার পায়** এবং তখন **সুন্নাত নামাজ শুরু করা যায় না**।

হাদীসে এসেছে—
> “যখন সালাত শুরু হয়ে যায়, তখন ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ নেই।”
— *সহিহ মুসলিম (হাদীস ৭১০)*

এ অবস্থায় অনেকেই প্রশ্ন করেন—**ফজরের ২ রাকাত সুন্নাতের কী হবে?**
এ সম্পর্কে কায়েস ইবনে ‘আমর (রাঃ) বলেন—
তিনি ফজরের ফরজের পর ২ রাকাত নামাজ পড়তেন। নবী ﷺ তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন:
> “আমি ফরজের আগে সুন্নাত পড়তে পারিনি, তাই এখন পড়লাম।”

এই হাদীসটি *আবু দাউদ (হাদীস ১২৬৭)* ও *তিরমিজি (হাদীস ৪২৩)* থেকে বর্ণিত হয়েছে, এবং ইহা **হাদীস হাসান** হিসেবে গ্রহণযোগ্য।

শুধু তাই নয়, ইসলামী ঔলামা বলেন—
যদি জামাতে অংশ নেওয়ার সময় ফজরের সুন্নাত মিস হয়ে যায়, তাহলে **ফরজের পর ২ রাকাত সুন্নাত আদায় করা যায়**। এর ফলে নামাজের কাযেদসীমা ঠিক রেখে শরিয়তের নীতির আলোয় ইবাদত সম্পন্ন হয়।

এ বিষয়ে ধর্মীয় বিশ্লেষণে জানা গেছে, ইসলামে **জামাতের গুরুত্ব অনেক বেশি**, এবং কেয়ামত পর্যন্ত নামাজই মুসলমানের মূল স্তম্ভদের অন্যতম অন্যতম ভিত্তি। তাই ইকামতের সময় ফরজে যোগ দেয়া — তা ইসলামিক শরিয়তের নির্দেশনাই।