
বাংলাদেশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস। ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। ফলে ব্যাটিং করবে ঢাকা।
আসরে চার ম্যাচ খেলে এখন পর্যন্ত চারটিতেই জিতেছে রংপুর। অপরদিকে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে ঢাকা। একাদশে তিনটি পরিবর্তন এনেছে ঢাকা, রংপুর এনেছে একটি পরিবর্তন।