
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ একটি যানবাহন জব্দ করেছে। জব্দকৃত পণ্য ও গাড়ির আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ২০ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল গত ১ ডিসেম্বর সকালে সীমান্ত এলাকা থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। সকাল সাড়ে ৯টার দিকে একটি ডিআই ছোট পিকআপ গাড়িকে সন্দেহজনক মনে হলে সংকেত দিয়ে থামানো হয়।
পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে গোখাদ্যের বস্তার আড়ালে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা পাওয়া যায়। ঘটনাস্থলে মালিকবিহীন অবস্থায় জিরা ও পিকআপটি জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত পণ্য ও গাড়িটি আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে স্থানীয় জনগণের সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 


























