
মুজাহিদ মসি, হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে কর্মরত রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রশিদের বিরুদ্ধে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।
সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আবুল কালাম নিশ্চিত করেছেন যে, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
গত ১১ সেপ্টেম্বর মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সাতছড়ি উদ্যানে গাছ চুরির সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মামুনুর রশিদের সম্পৃক্ততা তদন্তে প্রমাণিত হয়েছে। এ ছাড়া সাংবাদিকদের সঙ্গে কটু আচরণ, অনিয়ম এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগও তার বিরুদ্ধে প্রমাণিত হয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে একই মন্ত্রণালয় সাতছড়ি উদ্যানে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলক বদলির নির্দেশ দেয়।
উল্লেখ্য, সম্প্রতি দৈনিক কালবেলার সাংবাদিক মুজাহিদ মসি ও বাংলা টাইমসের সাংবাদিক ত্রিপুরারী দেবনাথ টিপু সাতছড়ি উদ্যানে গাছ পাচারের অভিযোগে সংবাদ সংগ্রহ করতে গেলে ওই কর্মকর্তার নেতৃত্বে তারা হামলার শিকার হন। পরবর্তীতে ঘটনাটি আড়াল করতে সাংবাদিকদের বিরুদ্ধেই থানায় মিথ্যা মামলা দায়ের করা হয়।
এ ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হলে মামুনুর রশিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
মন্ত্রণালয়ের পদক্ষেপে সাংবাদিক সমাজ ও স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে। তারা অভিযুক্ত কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
📸 ছবি: অভিযুক্ত রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদ