ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মাধবপুরে বিজিবি’র অভিযানে ৭৪ লক্ষাধিক টাকার ভারতীয় জিরা, কসমেটিকস ও ঔষধ জব্দ

মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি:

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক অভিযানে প্রায় ৭৪ লাখ ১ হাজার ৪৫০ টাকা মূল্যের ভারতীয় জিরা, কসমেটিকস ও বিভিন্ন নিষিদ্ধ ঔষধ জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল সাতছড়ি–তেলিয়াপাড়া মহাসড়কের জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশিতে ৩৫ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

এর আগের দিনে, সাতছড়ি–চুনারুঘাট সড়কে আরেকটি বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস ও নিষিদ্ধ ঔষধ—VULCAN, DUVADILAN এবং ADRENOR ইনজেকশন জব্দ করা হয়। এসব পণ্যের মূল্য ৩৮ লাখ ৪৬ হাজার ৪৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

চোরাচালানবিরোধী অভিযানের নেতৃত্বদানকারী ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “বিজিবি নিরলসভাবে চোরাচালান প্রতিরোধে কাজ করছে। আমাদের কঠোর তৎপরতা অপরাধীদের থামিয়ে দিচ্ছে এবং দেশের অর্থনীতি রক্ষায় বড় ভূমিকা রাখছে।”

তিনি আরও জানান, জব্দকৃত সব পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কাজ চলছে। একই সঙ্গে চোরাচালান চক্র শনাক্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে স্থানীয় মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ
error:

মাধবপুরে বিজিবি’র অভিযানে ৭৪ লক্ষাধিক টাকার ভারতীয় জিরা, কসমেটিকস ও ঔষধ জব্দ

আপডেট সময় ১০:০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি:

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক অভিযানে প্রায় ৭৪ লাখ ১ হাজার ৪৫০ টাকা মূল্যের ভারতীয় জিরা, কসমেটিকস ও বিভিন্ন নিষিদ্ধ ঔষধ জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল সাতছড়ি–তেলিয়াপাড়া মহাসড়কের জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশিতে ৩৫ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

এর আগের দিনে, সাতছড়ি–চুনারুঘাট সড়কে আরেকটি বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস ও নিষিদ্ধ ঔষধ—VULCAN, DUVADILAN এবং ADRENOR ইনজেকশন জব্দ করা হয়। এসব পণ্যের মূল্য ৩৮ লাখ ৪৬ হাজার ৪৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

চোরাচালানবিরোধী অভিযানের নেতৃত্বদানকারী ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “বিজিবি নিরলসভাবে চোরাচালান প্রতিরোধে কাজ করছে। আমাদের কঠোর তৎপরতা অপরাধীদের থামিয়ে দিচ্ছে এবং দেশের অর্থনীতি রক্ষায় বড় ভূমিকা রাখছে।”

তিনি আরও জানান, জব্দকৃত সব পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কাজ চলছে। একই সঙ্গে চোরাচালান চক্র শনাক্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে স্থানীয় মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।