
বাংলার খবর ডেস্ক:
বিএনপি নেতাকর্মীদের উজ্জীবিত হওয়ার আহ্বান
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সলের সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
মাধবপুর পৌর শাখার ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান।
সভায় সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ ইদ্রিস আলী গেদু এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সফিক মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেন,
“আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল একজন যোগ্য ও জনদরদী নেতা। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে এবং মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে।”
সভাপতির বক্তব্যে মোঃ ইদ্রিস আলী গেদু বলেন,
“আজকের এই জনসভা প্রমাণ করে যে হবিগঞ্জ-৪ আসনের মানুষ পরিবর্তন চায়। তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে প্রস্তুত।”
তিনি নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপি সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ ও কাউন্সিলর আবুল বাশার।
বক্তারা বলেন,
“এই সভার মাধ্যমে নির্বাচনী প্রচারণার গতি আরও বৃদ্ধি পেয়েছে এবং প্রার্থীর পক্ষে জনমত আরও সুসংহত হয়েছে।”
জনসভাটি শান্তিপূর্ণভাবে শেষ হয়, এবং উপস্থিত নেতাকর্মী ও জনসাধারণের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
বাংলার খবর ডেস্ক : 


























