
বাংলার খবর ডেস্ক:
নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ৯টায় তিনি শপথ গ্রহণ করবেন বলে প্রেসিডেন্ট দপ্তর থেকে জানানো হয়েছে।
এর আগে প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল, সেনাবাহিনী প্রধান অশোক রাজ সিগদেল ও জেন-জির বিক্ষোভকারীদের প্রতিনিধিদের মধ্যে বৈঠক শেষে তাকে প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত হয়।
সূত্র জানায়, সুশীলা কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তার নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। এ সরকারের মন্ত্রিসভা ছোট আকারের হবে এবং শপথ নেওয়ার পরপরই তিনি প্রথম মন্ত্রিসভার বৈঠক করবেন।
প্রথম বৈঠক থেকেই কেন্দ্রীয় ও প্রাদেশিক পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব আনবেন বলেও জানা গেছে।