
শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে হাবিবা আক্তার মীম (১৮) নামের এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছেন। গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল আনুমানিক ২টার দিকে নিখোঁজ হওয়ার পর থেকে তার কোনো খোঁজ মেলেনি বলে জানিয়েছে পরিবার।
পরিবার জানায়, হাবিবা আক্তার মীম ঢাকার বারিধারা এলাকায় একটি কাপড়ের দোকানে প্যাকেজিংয়ের চাকরি করতেন। ডিউটি শেষে সেদিন বাড়ির উদ্দেশ্যে রওনা হন। যাওয়ার আগে নানী আমেনাকে ফোন করে তিনি বলেন—“আমি এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে।” এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ হওয়ার সময় মীমের সঙ্গে ছিল একটি মোবাইল ফোন, প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ ৪০ হাজার টাকা।
হাবিবা আক্তার মীম হবিগঞ্জের মাধবপুর উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের রুবেল মিয়ার মেয়ে। ছোটবেলায় মাকে হারানোর পর তিনি বাবার দ্বিতীয় সংসারের বাইরে থেকে নিজে চাকরি করে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন।
ঘটনার পরপরই স্বজনরা থানা ও বিভিন্ন জায়গায় খোঁজ করলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে আতঙ্কিত হয়ে পড়েছে পুরো পরিবার। তারা এখন সাধারণ মানুষের সহায়তা কামনা করছে।
যদি কেউ হাবিবা আক্তার মীমের সন্ধান পান বা কোনো তথ্য জানতে পারেন, অনুগ্রহ করে যোগাযোগ করুন এই নম্বরে: **০১৩৩৬২৪২৬৩০**।
তার নানী আমেনা খাতুন বলেন—“মীম খুব শান্ত, দায়িত্বশীল ও পরিশ্রমী মেয়ে। হঠাৎ এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় আমরা ভীষণ দুশ্চিন্তায় আছি।”