
বাংলার খবর ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রয়ের অভিযোগে দুজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলার চৌমুহনী সোনাই নদী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এসময় মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মজিবুল হক তাদের আটক করেন।
আটককৃতরা হলেন—চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামের আব্দুল হেকিমের ছেলে আমির হোসেন (৩০) এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে সাজিদ মিয়া (৩৭)।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয়কে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।