
বাংলার খবর প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ) নবীগঞ্জ উপজেলার হরিধরপুর গ্রামের গর্বিত সন্তান, বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া আর নেই। মৃত্যুর পর তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় হরিধরপুর ঈদগাহ ময়দানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।
জানাজা ও রাষ্ট্রীয় সম্মাননার সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন দেলোয়ার এবং একদল পুলিশ সদস্য। এলাকার শত শত মানুষ এ সময় একত্রিত হন শ্রদ্ধা জানাতে।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তিনি ঢাকা শেখ রাসেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ১০টা ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, পাঁচ মেয়ে ও বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মুক্তিযুদ্ধের এক সাহসী যোদ্ধার প্রস্থান সবাইকে ভীষণভাবে ব্যথিত করেছে।