
বাংলার খবর স্পোর্টস ডেস্ক শেষ দিনে প্রয়োজন ছিল মাত্র ৪ উইকেট, আর প্রতিপক্ষের প্রয়োজন ৩৫ রান—এই উত্তেজনার মঞ্চেই ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে দিল ভারত। ওভালের গ্যালারি ভর্তি দর্শকের সামনে গাস অ্যাটকিনসনকে বোল্ড করে ভারতের জয় নিশ্চিত করেন মোহাম্মদ সিরাজ। নাটকীয় এই জয়ের মধ্য দিয়েই ২-১ ব্যবধানে পিছিয়ে থেকেও অ্যান্ডারসন-টেন্ডুলকার টেস্ট সিরিজ ড্র করলো ভারত।
শেষ ইনিংসে ইংল্যান্ড ৩৬৭ রানে অলআউট হয়। সিরাজের করা এক ডেলিভারিতেই শেষ উইকেট হারায় তারা। এই জয়ের নায়ক সিরাজই আগের দিন হ্যারি ব্রুকের সহজ ক্যাচ ফেলে দিয়ে বিপদে ফেলেছিলেন দলকে। কিন্তু শেষদিনে নিজের ভুল পুষিয়ে ইতিহাস গড়েন তিনি।
দিনের শুরুতে জেমি ওভারটনের টানা দুটি বাউন্ডারি ম্যাচের উত্তেজনা বাড়িয়ে দেয়। তবে সিরাজের দুর্দান্ত এক ডেলিভারিতে জেমি স্মিথকে ফেরত পাঠিয়ে ভারতে ফেরান লড়াইয়ে। এরপর ধীরে ধীরে গুটিয়ে যেতে থাকে ইংলিশ ব্যাটিং লাইনআপ।
শেষ উইকেটে মাঠে নামেন বাঁ কাঁধে ব্যান্ডেজ বেঁধে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা ক্রিস ওকস। তার পাশে রান তোলার চেষ্টা চালিয়ে যান গাস অ্যাটকিনসন। কিন্তু ৭ রান দূরে থাকতে সিরাজের বলেই বোল্ড হয়ে যান তিনি। ফলে ৬ রানের এক রোমাঞ্চকর জয়ে ম্যাচ শেষ করে ভারত।
প্রথম ইনিংসে ভারত করেছিল ২২৪ রান, জবাবে ইংল্যান্ড করে ২৪৭। দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ভারত তোলে ৩৯৬ রান। সব মিলিয়ে এই জয় ভারতীয় টেস্ট ইতিহাসের এক নাটকীয় ও রোমাঞ্চকর অধ্যায় হয়ে থাকবে।