ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাহুবলে কূপে গ্যাসের সন্ধান, সম্ভাব্য মূল্য ৪৭০০ কোটি টাকা Logo নবীগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান, দুই জনকে অর্থদণ্ড Logo লাখাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo নবীগঞ্জে ভুয়া ডাক্তার কাজল নাথকে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড Logo নবীগঞ্জে নিখোঁজের দু’ দিন পর যুবকের লাশ উদ্ধার, মূলহোতা আউয়াল গ্রেফতার Logo সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ Logo মাধবপুরে নিশানের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ Logo জামালপুরে আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত Logo মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তোফায়েল লিটন চৌধুরী Logo বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্স কোয়ার্টারে কেটে ফেলা হলো একাধিক কাঠাল গাছ, স্থানীয়দের ক্ষোভ

আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড

আদালত অবমাননার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার সকালে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এ মামলায় অপর আসামি হিসেবে ছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকার শাকিল আকন্দ বুলবুল, যিনি মো. শাকিল আলম নামেও পরিচিত। তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার শুনানি শেষে আদালত সরাসরি রায় ঘোষণা করেন এবং রায়ের সময় দুই আসামিকেই কাঠগড়ায় উপস্থিত রাখা হয়।

এই মামলার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর, যিনি নিশ্চিত করেছেন যে আদালত অবমাননার অপরাধ প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল এই দণ্ডাদেশ দিয়েছেন। তিনি আরও জানান, আদালতের মর্যাদা ক্ষুণ্ন করার মতো বক্তব্য এবং আচরণ মামলার মূল বিষয়বস্তু ছিল। দণ্ডাদেশ ঘোষণার পর আদালত থেকে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়।

এ মামলার শুরু থেকে বিষয়টি ছিল জনদৃষ্টিতে গুরুত্বপূর্ণ এবং এর রায় নিয়ে সাধারণ মানুষের আগ্রহ ছিল প্রবল। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, এমন কর্মকাণ্ড বিচারব্যবস্থার স্বাধীনতা এবং সম্মান রক্ষায় গুরুতর হুমকি হয়ে দাঁড়ায়। তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রায় ঘোষণা করা হয়েছে।

রায়ের পর দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। বিভিন্ন মহলে রায়টির তাৎপর্য এবং ভবিষ্যৎ প্রভাব নিয়ে চলছে বিশ্লেষণ। আইনজীবী মহল, মিডিয়া এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের রায় দেশের আইনের শাসন প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাহুবলে কূপে গ্যাসের সন্ধান, সম্ভাব্য মূল্য ৪৭০০ কোটি টাকা

error:

আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড

আপডেট সময় ০২:৫২:৩০ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

আদালত অবমাননার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার সকালে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এ মামলায় অপর আসামি হিসেবে ছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকার শাকিল আকন্দ বুলবুল, যিনি মো. শাকিল আলম নামেও পরিচিত। তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার শুনানি শেষে আদালত সরাসরি রায় ঘোষণা করেন এবং রায়ের সময় দুই আসামিকেই কাঠগড়ায় উপস্থিত রাখা হয়।

এই মামলার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর, যিনি নিশ্চিত করেছেন যে আদালত অবমাননার অপরাধ প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল এই দণ্ডাদেশ দিয়েছেন। তিনি আরও জানান, আদালতের মর্যাদা ক্ষুণ্ন করার মতো বক্তব্য এবং আচরণ মামলার মূল বিষয়বস্তু ছিল। দণ্ডাদেশ ঘোষণার পর আদালত থেকে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়।

এ মামলার শুরু থেকে বিষয়টি ছিল জনদৃষ্টিতে গুরুত্বপূর্ণ এবং এর রায় নিয়ে সাধারণ মানুষের আগ্রহ ছিল প্রবল। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, এমন কর্মকাণ্ড বিচারব্যবস্থার স্বাধীনতা এবং সম্মান রক্ষায় গুরুতর হুমকি হয়ে দাঁড়ায়। তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রায় ঘোষণা করা হয়েছে।

রায়ের পর দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। বিভিন্ন মহলে রায়টির তাৎপর্য এবং ভবিষ্যৎ প্রভাব নিয়ে চলছে বিশ্লেষণ। আইনজীবী মহল, মিডিয়া এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের রায় দেশের আইনের শাসন প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে।