ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এনসিপি ছাড়লেন শহীদ সাংবাদিক তুরাবের ভাই Logo বিজিবির বিশেষ অভিযানে হবিগঞ্জ সীমান্তে ১০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ Logo শেরপুরে বাস পুকুরে উল্টে ৩ মাসের শিশুর মৃত্যু, আহত ১৫ Logo জামায়াতকে ’৭১ সালের ভুল স্বীকার করে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান শামসুজ্জামান দুদুর Logo আজ থেকে অন্তর্বর্তী সরকারের ‘দ্বিতীয় অধ্যায়’ শুরু: সচিবালয়ে প্রধান উপদেষ্টা Logo ট্রাম্পের শুল্কের পর মোদি বললেন, ‘চড়া মূল্য দিলেও আপস করব না’ Logo তিন ইউনিয়ন অন্য আসনে, প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ Logo মাধবপুরে বাসচাপায় কলেজ ছাত্রের মৃত্যু Logo মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪ Logo তারেক রহমানের নেতৃত্বে বড় বিজয়: বরিশালে সেলিমা রহমানের বক্তব্য

হজে যাওয়ার অদম্য ইচ্ছা, ভাগ্যও হার মানল আমেরের সামনে”

দৃঢ় বিশ্বাস আর অটল ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই থামাতে পারে না মানুষকে। এমনই এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হলো লিবিয়ার এক তরুণ হজযাত্রী, আমের। বিমানবন্দরে নামের নিরাপত্তাজনিত জটিলতায় আটকে পড়লেও শেষ পর্যন্ত অলৌকিকভাবে হজে যাওয়ার সুযোগ পান তিনি—আর তার এই যাত্রা রীতিমতো বিস্ময় ছড়িয়েছে সামাজিক মাধ্যমে।

লোগোর উপরে চাপ দিলেই চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,*

ঘটনাটি ঘটে হজযাত্রীদের একটি ফ্লাইট চলাকালীন। ত্রিপোলির বিমানবন্দরে হজযাত্রীদের তালিকায় থাকা আমেরের নাম নিয়ে নিরাপত্তা জটিলতা দেখা দেয়। কর্মকর্তারা তাকে অপেক্ষা করতে বলেন, কিন্তু ততক্ষণে অন্য যাত্রীরা ফ্লাইটে ওঠে এবং বিমানের দরজা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সমস্যার সমাধান হলেও পাইলট দরজা খুলতে অস্বীকৃতি জানান।

তবে আমের ছিলেন অটল। তিনি ঘোষণা দেন, “আমি হজ করবই, ইন শা আল্লাহ।”

এরপরই ঘটে চমকপ্রদ ঘটনা। উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং সেটি ফিরে আসে। কিন্তু ত্রুটি মেরামতের পরও পাইলট আবার দরজা খুলতে নারাজ। বিমান আবার রওনা দিলে আবারও দেখা দেয় যান্ত্রিক সমস্যা এবং সেটি ফেরত আসে দ্বিতীয়বারের মতো।

এই পর্যায়ে পাইলট নিজেই বলেন, “আমি আমের ছাড়া এই বিমান চালাব না।” এরপরই আমেরকে বিমানে উঠতে দেওয়া হয়। বিমানে ওঠার পর যাত্রীরা ও পাইলট মিলে তার সঙ্গে ছবি তোলেন স্মৃতিস্বরূপ।

সবশেষে সেই ফ্লাইট নিরাপদে গন্তব্যে পৌঁছে, এবং আমের হজ পালনের সৌভাগ্য অর্জন করেন।
তার এই ঘটনাটি এখন অনেকের মুখে মুখে ঘুরছে—আল্লাহর ঘরে যার ডাক, তার পথ বন্ধ হয় না।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

এনসিপি ছাড়লেন শহীদ সাংবাদিক তুরাবের ভাই

error:

হজে যাওয়ার অদম্য ইচ্ছা, ভাগ্যও হার মানল আমেরের সামনে”

আপডেট সময় ০২:৪০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

দৃঢ় বিশ্বাস আর অটল ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই থামাতে পারে না মানুষকে। এমনই এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হলো লিবিয়ার এক তরুণ হজযাত্রী, আমের। বিমানবন্দরে নামের নিরাপত্তাজনিত জটিলতায় আটকে পড়লেও শেষ পর্যন্ত অলৌকিকভাবে হজে যাওয়ার সুযোগ পান তিনি—আর তার এই যাত্রা রীতিমতো বিস্ময় ছড়িয়েছে সামাজিক মাধ্যমে।

লোগোর উপরে চাপ দিলেই চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,*

ঘটনাটি ঘটে হজযাত্রীদের একটি ফ্লাইট চলাকালীন। ত্রিপোলির বিমানবন্দরে হজযাত্রীদের তালিকায় থাকা আমেরের নাম নিয়ে নিরাপত্তা জটিলতা দেখা দেয়। কর্মকর্তারা তাকে অপেক্ষা করতে বলেন, কিন্তু ততক্ষণে অন্য যাত্রীরা ফ্লাইটে ওঠে এবং বিমানের দরজা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সমস্যার সমাধান হলেও পাইলট দরজা খুলতে অস্বীকৃতি জানান।

তবে আমের ছিলেন অটল। তিনি ঘোষণা দেন, “আমি হজ করবই, ইন শা আল্লাহ।”

এরপরই ঘটে চমকপ্রদ ঘটনা। উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং সেটি ফিরে আসে। কিন্তু ত্রুটি মেরামতের পরও পাইলট আবার দরজা খুলতে নারাজ। বিমান আবার রওনা দিলে আবারও দেখা দেয় যান্ত্রিক সমস্যা এবং সেটি ফেরত আসে দ্বিতীয়বারের মতো।

এই পর্যায়ে পাইলট নিজেই বলেন, “আমি আমের ছাড়া এই বিমান চালাব না।” এরপরই আমেরকে বিমানে উঠতে দেওয়া হয়। বিমানে ওঠার পর যাত্রীরা ও পাইলট মিলে তার সঙ্গে ছবি তোলেন স্মৃতিস্বরূপ।

সবশেষে সেই ফ্লাইট নিরাপদে গন্তব্যে পৌঁছে, এবং আমের হজ পালনের সৌভাগ্য অর্জন করেন।
তার এই ঘটনাটি এখন অনেকের মুখে মুখে ঘুরছে—আল্লাহর ঘরে যার ডাক, তার পথ বন্ধ হয় না।