
দৃঢ় বিশ্বাস আর অটল ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই থামাতে পারে না মানুষকে। এমনই এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হলো লিবিয়ার এক তরুণ হজযাত্রী, আমের। বিমানবন্দরে নামের নিরাপত্তাজনিত জটিলতায় আটকে পড়লেও শেষ পর্যন্ত অলৌকিকভাবে হজে যাওয়ার সুযোগ পান তিনি—আর তার এই যাত্রা রীতিমতো বিস্ময় ছড়িয়েছে সামাজিক মাধ্যমে।
ঘটনাটি ঘটে হজযাত্রীদের একটি ফ্লাইট চলাকালীন। ত্রিপোলির বিমানবন্দরে হজযাত্রীদের তালিকায় থাকা আমেরের নাম নিয়ে নিরাপত্তা জটিলতা দেখা দেয়। কর্মকর্তারা তাকে অপেক্ষা করতে বলেন, কিন্তু ততক্ষণে অন্য যাত্রীরা ফ্লাইটে ওঠে এবং বিমানের দরজা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সমস্যার সমাধান হলেও পাইলট দরজা খুলতে অস্বীকৃতি জানান।
তবে আমের ছিলেন অটল। তিনি ঘোষণা দেন, “আমি হজ করবই, ইন শা আল্লাহ।”
এরপরই ঘটে চমকপ্রদ ঘটনা। উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং সেটি ফিরে আসে। কিন্তু ত্রুটি মেরামতের পরও পাইলট আবার দরজা খুলতে নারাজ। বিমান আবার রওনা দিলে আবারও দেখা দেয় যান্ত্রিক সমস্যা এবং সেটি ফেরত আসে দ্বিতীয়বারের মতো।
এই পর্যায়ে পাইলট নিজেই বলেন, “আমি আমের ছাড়া এই বিমান চালাব না।” এরপরই আমেরকে বিমানে উঠতে দেওয়া হয়। বিমানে ওঠার পর যাত্রীরা ও পাইলট মিলে তার সঙ্গে ছবি তোলেন স্মৃতিস্বরূপ।
সবশেষে সেই ফ্লাইট নিরাপদে গন্তব্যে পৌঁছে, এবং আমের হজ পালনের সৌভাগ্য অর্জন করেন।
তার এই ঘটনাটি এখন অনেকের মুখে মুখে ঘুরছে—আল্লাহর ঘরে যার ডাক, তার পথ বন্ধ হয় না।