
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের চা শ্রমিক পরিবারের সন্তান বিলাশ খাখা এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। পেটের জটিল সমস্যার কারণে কয়েক মাস আগে তার অপারেশন করা হয়। কিন্তু অপারেশনের পর পেটের অংশ বাইরে বেরিয়ে আসে, যা তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে। চিকিৎসকরা বলেছেন—অবিলম্বে আরেকটি অপারেশন না করলে বিলাশের জীবন হুমকির মুখে পড়বে।
কিন্তু চা শ্রমিক পরিবারের সীমিত আয়ের কারণে চিকিৎসার ব্যয়ভার বহন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে সমাজের সহৃদয় মানুষদের কাছে মানবিক সহায়তার আবেদন জানানো হয়েছে।
স্থানীয় সমাজকর্মী বিজয় গোয়ালা বলেন, “সামান্য সাহায্যও বিলাশের জীবনে নতুন আলো ফিরিয়ে আনতে পারে। আমরা চেষ্টা করছি, তবে অপারেশন সম্পন্ন করতে আরও সাহায্য প্রয়োজন।”
সহযোগিতার জন্য বিকাশ/নগদ নম্বর: **০১৭৬২৪০৭৬৩০**
চা বাগানের শ্রমিকদের আয় খুব কম হওয়ায় পরিবারটি সাধ্যমতো চেষ্টা করলেও অর্থ যোগাড় করতে পারছে না।
সাবেক ইউপি সদস্য যোগেন্দ্র সাঁওতাল বলেন, “এটি মানবিকতার গল্প। একজন অসহায় মানুষের জীবন বাঁচাতে সমাজের সবাইকে এগিয়ে আসা উচিত।”
শ্রমিক নেতা স্বরজিত ফাশি বলেন, “বিলাশ একজন শ্রমিক, একজন মানুষ। তার জীবন রক্ষার অধিকার রয়েছে। সবাই মিলে সাহায্য করলে সে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।”
বাঁচতে চায় বিলাশ খাখা। তাকে বাঁচাতে সমাজের সম্মিলিত উদ্যোগই পারে নতুন জীবন উপহার দিতে।
বাংলার খবর ডেস্ক : 























