
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে চা শ্রমিক নেতৃবৃন্দকে নিয়ে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের আওতাধীন সবগুলো চা বাগানের প্রতিনিধিরা সভায় অংশ নেন। এতে চানপুর, জোয়ালভাঙা, বেগম খান, চন্ডিছড়া, রামগঙ্গা ও চাকলা পুঞ্জি চা বাগানের শীর্ষস্থানীয় শ্রমিক নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়হাম নীট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক ও তরুণ শিল্পপতি সৈয়দ শাফকাত আহমেদ। চা বাগানের নেতৃবৃন্দ বলেন, এবারের নির্বাচনে মাধবপুর–চুনারুঘাটের সাধারণ মানুষ পরিবর্তন, উন্নয়ন এবং ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রত্যাশা করছেন। তাদের বিশ্বাস—বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল সেই নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করেছেন।
নেতৃবৃন্দ আরও জানান, অতীত সময়ে সৈয়দ মোঃ ফয়সল ও তাঁর পরিবার চা বাগানের বেকার শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন, অসহায়দের পাশে দাঁড়িয়েছেন এবং তরুণ–তরুণীদের শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এক শ্রমিক নেতা বলেন,
“আমাদের সুখে-দুঃখে তিনি ছিলেন। সন্তানদের পড়াশোনায় তাঁর অবদান আমরা কোনোদিন ভুলব না।”
সভায় বক্তব্যে সৈয়দ শাফকাত আহমেদ বলেন, চা শ্রমিক সমাজ দেশের এক গুরুত্বপূর্ণ কর্মশক্তি, অথচ দীর্ঘদিন তারা বঞ্চনার শিকার। তিনি বলেন, “শ্রমিকদের জীবনমান উন্নয়ন, শিক্ষা–স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।”
তিনি অভিযোগ করেন, বহু নেতৃবৃন্দ বছরের পর বছর ধরে আশ্বাস দিলেও বাস্তব সমস্যার সমাধানে এগিয়ে আসেননি।
তিনি আরও বলেন, “চা শ্রমিকরা শুধু ভোটার নন—আপনারা দেশের অর্থনীতির চালিকাশক্তি। আপনাদের অধিকার রক্ষায় আমরা কাজ করেছি, ভবিষ্যতেও করবো।”
শেষে তিনি শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বাংলার খবর ডেস্ক : 






















