ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জের পুলিশ সুপারের বিদায়: দায়িত্ব পালনে রেখে গেলেন মানবিকতা ও জনবান্ধব পুলিশিংয়ের দৃষ্টান্ত

নাজমুল ইসলাম হৃদয়,বাহুবল প্রতিনিধি:

হবিগঞ্জ জেলা পুলিশের দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন পুলিশ সুপার (এসপি) এ.এন.এম সাজেদুর রহমান। স্বল্প সময়ের দায়িত্ব পালনে তিনি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদকবিরোধী অভিযান এবং জনবান্ধব পুলিশিং বাস্তবায়নে রেখেছেন অনন্য দৃষ্টান্ত।

গত জানুয়ারির মাঝামাঝি দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে নিরলসভাবে কাজ করেন তিনি। দায়িত্বের প্রথম দিন থেকেই তিনি পুলিশ বাহিনীকে আরও দায়িত্বশীল ও সেবামুখী করতে বাস্তবায়ন করেন বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ। বিশেষ করে মাদক, জুয়া, চাঁদাবাজি, নারী-শিশু নির্যাতন ও সন্ত্রাসী কার্যকলাপ দমনে তার নেতৃত্বে জেলা পুলিশ সফলতা অর্জন করে।

বিদায়ী বক্তব্যে এসপি সাজেদুর রহমান বলেন,
“জনবান্ধব পুলিশিংয়ের স্বপ্ন নিয়ে হবিগঞ্জে আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করেছি। এই জেলার মানুষের ভালোবাসা, সহযোগিতা ও সম্মান আমার কর্মজীবনের সবচেয়ে বড় অর্জন।”

তিনি আরও বলেন,
“আইনের শাসন প্রতিষ্ঠায় আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। জেলা পুলিশের প্রতিটি সদস্য আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেছেন— তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”

তার বিদায়ে পুলিশ সদস্যদের মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। সহকর্মীরা জানান, তিনি সর্বদা সততা, মানবিকতা ও অনুপ্রেরণামূলক নেতৃত্বে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে জেলা পুলিশ আরও সুসংগঠিত ও পেশাদার হয়ে ওঠে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বিদায়কে কেন্দ্র করে সাধারণ মানুষ, রাজনীতিবিদ, সাংবাদিক থেকে শুরু করে সুশীল সমাজের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দায়িত্ব পালনকালে তার মানবিক কর্মকাণ্ড, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সদাচরণ তাকে সাধারণ মানুষের ঘনিষ্ঠ ব্যক্তিত্বে পরিণত করে।

হবিগঞ্জবাসীর প্রতি গভীর ভালোবাসা রেখে এসপি সাজেদুর রহমান নতুন কর্মস্থলে যোগদানের প্রস্তুতি নিচ্ছেন। জেলার মানুষের আশা— নতুন কর্মস্থলেও তিনি মানবিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার একই দৃষ্টান্ত রেখে এগিয়ে যাবেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ
error:

হবিগঞ্জের পুলিশ সুপারের বিদায়: দায়িত্ব পালনে রেখে গেলেন মানবিকতা ও জনবান্ধব পুলিশিংয়ের দৃষ্টান্ত

আপডেট সময় ০৫:৪৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

নাজমুল ইসলাম হৃদয়,বাহুবল প্রতিনিধি:

হবিগঞ্জ জেলা পুলিশের দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন পুলিশ সুপার (এসপি) এ.এন.এম সাজেদুর রহমান। স্বল্প সময়ের দায়িত্ব পালনে তিনি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদকবিরোধী অভিযান এবং জনবান্ধব পুলিশিং বাস্তবায়নে রেখেছেন অনন্য দৃষ্টান্ত।

গত জানুয়ারির মাঝামাঝি দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে নিরলসভাবে কাজ করেন তিনি। দায়িত্বের প্রথম দিন থেকেই তিনি পুলিশ বাহিনীকে আরও দায়িত্বশীল ও সেবামুখী করতে বাস্তবায়ন করেন বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ। বিশেষ করে মাদক, জুয়া, চাঁদাবাজি, নারী-শিশু নির্যাতন ও সন্ত্রাসী কার্যকলাপ দমনে তার নেতৃত্বে জেলা পুলিশ সফলতা অর্জন করে।

বিদায়ী বক্তব্যে এসপি সাজেদুর রহমান বলেন,
“জনবান্ধব পুলিশিংয়ের স্বপ্ন নিয়ে হবিগঞ্জে আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করেছি। এই জেলার মানুষের ভালোবাসা, সহযোগিতা ও সম্মান আমার কর্মজীবনের সবচেয়ে বড় অর্জন।”

তিনি আরও বলেন,
“আইনের শাসন প্রতিষ্ঠায় আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। জেলা পুলিশের প্রতিটি সদস্য আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেছেন— তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”

তার বিদায়ে পুলিশ সদস্যদের মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। সহকর্মীরা জানান, তিনি সর্বদা সততা, মানবিকতা ও অনুপ্রেরণামূলক নেতৃত্বে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে জেলা পুলিশ আরও সুসংগঠিত ও পেশাদার হয়ে ওঠে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বিদায়কে কেন্দ্র করে সাধারণ মানুষ, রাজনীতিবিদ, সাংবাদিক থেকে শুরু করে সুশীল সমাজের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দায়িত্ব পালনকালে তার মানবিক কর্মকাণ্ড, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সদাচরণ তাকে সাধারণ মানুষের ঘনিষ্ঠ ব্যক্তিত্বে পরিণত করে।

হবিগঞ্জবাসীর প্রতি গভীর ভালোবাসা রেখে এসপি সাজেদুর রহমান নতুন কর্মস্থলে যোগদানের প্রস্তুতি নিচ্ছেন। জেলার মানুষের আশা— নতুন কর্মস্থলেও তিনি মানবিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার একই দৃষ্টান্ত রেখে এগিয়ে যাবেন।