ঢাকা ১১:০৮ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা Logo সৌদি আরবে একদিনেই ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর Logo বিজয়নগরে দুই মোটরসাইকেল ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের Logo “জনগণের টাকা লুটপাট করে বিদেশে বাড়ি করেছে আগের সরকার, এবার আর সেই সুযোগ নয়” — নবীগঞ্জে ডা. এজেডএম জাহিদ হোসেন Logo বাংলাবাজার পত্রিকার মাধবপুর প্রতিনিধি হলেন শেখ ইমন আহমেদ Logo পাহাড়, নদী ও লেকের অপার সৌন্দর্য নিয়ে অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর Logo দুটি গুরুত্বপূর্ণ তারিখের একটিতে জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo ১২ দিন পর খুললো মাইলস্টোন স্কুল, নেই শিক্ষার্থীদের সেই চিরচেনা হৈ-হুল্লোড় Logo জুলাই বিপ্লবের পক্ষে সাংবাদিকদের চাকরিচ্যুতি, দৈনিক জনকণ্ঠের কার্যক্রম বন্ধ ঘোষণা Logo বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: সংসদীয় আসনের সীমানা নিয়ে ব্যক্তিগত আবেদন নয়, সমন্বিত পদক্ষেপ গ্রহণ

সৌদি আরবে একদিনেই ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

বাংলার খবর ডেস্ক:
সৌদি আরবে একদিনে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা দেশজুড়ে ও আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন তুলেছে। শনিবার (২৭ জুলাই) দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় এ রায় কার্যকর করা হয় বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

লোগোর উপরে চাপ দিলেই চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,*

প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজন সোমালিয়া, তিনজন ইথিওপিয়া ও একজন সৌদি নাগরিক। মাদক পাচারের দায়ে অভিযুক্ত সাতজন বিদেশিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অপরদিকে সৌদি নাগরিককে নিজের মাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সৌদি প্রেস এজেন্সি জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সাজা কার্যকর করা হয়েছে। সরকারের ভাষ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষা ও সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের কঠোর পদক্ষেপ প্রয়োজন।

মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এভাবে একদিনে এতজনকে মৃত্যুদণ্ড দেওয়া মানবাধিকারের পরিপন্থী। তারা বলছে, সৌদি সরকার একদিকে সংস্কারের কথা বললেও মৃত্যুদণ্ড বাড়ায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়ছে দেশটি।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সৌদিতে মোট ২৩০ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এর মধ্যে মাদক-সম্পর্কিত মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে ১৫৪ জনের। উল্লেখযোগ্যভাবে, ২০১৯ সালের পর কয়েক বছর মাদক মামলায় মৃত্যুদণ্ড স্থগিত থাকলেও ২০২২ সাল থেকে আবারও রায় কার্যকর শুরু হয়।

বিশ্লেষকদের মতে, ২০২৩ সালে সৌদি সরকার মাদকবিরোধী যুদ্ধে কঠোর অবস্থান নেয়, যার ধারাবাহিকতায় আগের অনেক মামলা দ্রুত নিষ্পত্তি হচ্ছে। তবে মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে এই মৃত্যুদণ্ডের ধারাবাহিকতা প্রশ্নবিদ্ধ বলে মনে করছেন বিশ্লেষকরা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা

error:

সৌদি আরবে একদিনেই ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট সময় ০৭:২৬:০০ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

বাংলার খবর ডেস্ক:
সৌদি আরবে একদিনে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা দেশজুড়ে ও আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন তুলেছে। শনিবার (২৭ জুলাই) দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় এ রায় কার্যকর করা হয় বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

লোগোর উপরে চাপ দিলেই চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,*

প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজন সোমালিয়া, তিনজন ইথিওপিয়া ও একজন সৌদি নাগরিক। মাদক পাচারের দায়ে অভিযুক্ত সাতজন বিদেশিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অপরদিকে সৌদি নাগরিককে নিজের মাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সৌদি প্রেস এজেন্সি জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সাজা কার্যকর করা হয়েছে। সরকারের ভাষ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষা ও সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের কঠোর পদক্ষেপ প্রয়োজন।

মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এভাবে একদিনে এতজনকে মৃত্যুদণ্ড দেওয়া মানবাধিকারের পরিপন্থী। তারা বলছে, সৌদি সরকার একদিকে সংস্কারের কথা বললেও মৃত্যুদণ্ড বাড়ায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়ছে দেশটি।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সৌদিতে মোট ২৩০ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এর মধ্যে মাদক-সম্পর্কিত মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে ১৫৪ জনের। উল্লেখযোগ্যভাবে, ২০১৯ সালের পর কয়েক বছর মাদক মামলায় মৃত্যুদণ্ড স্থগিত থাকলেও ২০২২ সাল থেকে আবারও রায় কার্যকর শুরু হয়।

বিশ্লেষকদের মতে, ২০২৩ সালে সৌদি সরকার মাদকবিরোধী যুদ্ধে কঠোর অবস্থান নেয়, যার ধারাবাহিকতায় আগের অনেক মামলা দ্রুত নিষ্পত্তি হচ্ছে। তবে মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে এই মৃত্যুদণ্ডের ধারাবাহিকতা প্রশ্নবিদ্ধ বলে মনে করছেন বিশ্লেষকরা।