ঢাকা ১১:১৫ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নবীগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান, দুই জনকে অর্থদণ্ড Logo লাখাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo নবীগঞ্জে ভুয়া ডাক্তার কাজল নাথকে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড Logo নবীগঞ্জে নিখোঁজের দু’ দিন পর যুবকের লাশ উদ্ধার, মূলহোতা আউয়াল গ্রেফতার Logo সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ Logo মাধবপুরে নিশানের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ Logo জামালপুরে আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত Logo মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তোফায়েল লিটন চৌধুরী Logo বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্স কোয়ার্টারে কেটে ফেলা হলো একাধিক কাঠাল গাছ, স্থানীয়দের ক্ষোভ Logo নোয়াপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শর্তসাপেক্ষে ক্ষমা পেলেন সাবেক আইজিপি মামুন

বাংলার খবর ডেস্ক: জুলাই গণহত্যা মামলায় দায় স্বীকারের পর রাজসাক্ষী হওয়ায় শর্তসাপেক্ষে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ক্ষমা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আদেশ অনুযায়ী, মামুনকে তার নিজের এবং সংশ্লিষ্ট অন্য অভিযুক্তদের অপরাধের তথ্য ট্রাইব্যুনালে উপস্থাপন করতে হবে। তার নিরাপত্তার জন্য তাকে অন্যান্য বন্দিদের থেকে আলাদা রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

ট্রাইব্যুনালের প্রকাশিত আদেশে বলা হয়েছে, অভিযুক্ত মামুন আদালতে দোষ স্বীকার করেছেন এবং জানিয়েছেন যে তিনি পুরো ঘটনাপ্রবাহ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে সত্য তথ্য প্রকাশ করবেন। এই বিবেচনায় তাকে শর্তসাপেক্ষে ক্ষমা দেওয়া হয়।

এর আগে মামুনের আইনজীবী তার পক্ষে ক্ষমার আবেদন করেন। প্রধান প্রসিকিউটর এতে সম্মতি দেন শর্তসাপেক্ষে—যে অভিযুক্ত সব তথ্য সৎভাবে আদালতে তুলে ধরবেন, যা বিচারকাজে সহায়তা করবে।

আদালতের আদেশে বলা হয়, অভিযুক্ত মামুন নিজেকে দোষী মেনে নিয়ে রাজসাক্ষী হিসেবে কাজ করতে রাজি হয়েছেন। তাই ট্রাইব্যুনাল তাকে ক্ষমা করেছে। তবে শর্ত অনুযায়ী তথ্য না দিলে ক্ষমা বাতিল হতে পারে।

গত ১০ জুলাই মামুন আদালতে বলেন, “জুলাই-আগস্টের আন্দোলন চলাকালে আমাদের বিরুদ্ধে যে হত্যা ও গণহত্যার অভিযোগ রয়েছে, তা সত্য। আমি দোষ স্বীকার করছি এবং সব কিছু আদালতের সামনে তুলে ধরতে চাই।”

আইনজীবী জায়েদ বিন আমজাদ বলেন, “রাজসাক্ষী হিসেবে মামুন যদি সত্য ও পূর্ণাঙ্গ তথ্য ট্রাইব্যুনালে দেন, তবেই এ ক্ষমার আদেশ কার্যকর হবে।”

এই ঘটনায় আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, মামুনকে আলাদা নিরাপত্তায় রাখতে হবে এবং যথাসময়ে সাক্ষ্য দিতে আদালতে হাজির করতে হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান, দুই জনকে অর্থদণ্ড

error:

শর্তসাপেক্ষে ক্ষমা পেলেন সাবেক আইজিপি মামুন

আপডেট সময় ০৫:৫৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

বাংলার খবর ডেস্ক: জুলাই গণহত্যা মামলায় দায় স্বীকারের পর রাজসাক্ষী হওয়ায় শর্তসাপেক্ষে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ক্ষমা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আদেশ অনুযায়ী, মামুনকে তার নিজের এবং সংশ্লিষ্ট অন্য অভিযুক্তদের অপরাধের তথ্য ট্রাইব্যুনালে উপস্থাপন করতে হবে। তার নিরাপত্তার জন্য তাকে অন্যান্য বন্দিদের থেকে আলাদা রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

ট্রাইব্যুনালের প্রকাশিত আদেশে বলা হয়েছে, অভিযুক্ত মামুন আদালতে দোষ স্বীকার করেছেন এবং জানিয়েছেন যে তিনি পুরো ঘটনাপ্রবাহ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে সত্য তথ্য প্রকাশ করবেন। এই বিবেচনায় তাকে শর্তসাপেক্ষে ক্ষমা দেওয়া হয়।

এর আগে মামুনের আইনজীবী তার পক্ষে ক্ষমার আবেদন করেন। প্রধান প্রসিকিউটর এতে সম্মতি দেন শর্তসাপেক্ষে—যে অভিযুক্ত সব তথ্য সৎভাবে আদালতে তুলে ধরবেন, যা বিচারকাজে সহায়তা করবে।

আদালতের আদেশে বলা হয়, অভিযুক্ত মামুন নিজেকে দোষী মেনে নিয়ে রাজসাক্ষী হিসেবে কাজ করতে রাজি হয়েছেন। তাই ট্রাইব্যুনাল তাকে ক্ষমা করেছে। তবে শর্ত অনুযায়ী তথ্য না দিলে ক্ষমা বাতিল হতে পারে।

গত ১০ জুলাই মামুন আদালতে বলেন, “জুলাই-আগস্টের আন্দোলন চলাকালে আমাদের বিরুদ্ধে যে হত্যা ও গণহত্যার অভিযোগ রয়েছে, তা সত্য। আমি দোষ স্বীকার করছি এবং সব কিছু আদালতের সামনে তুলে ধরতে চাই।”

আইনজীবী জায়েদ বিন আমজাদ বলেন, “রাজসাক্ষী হিসেবে মামুন যদি সত্য ও পূর্ণাঙ্গ তথ্য ট্রাইব্যুনালে দেন, তবেই এ ক্ষমার আদেশ কার্যকর হবে।”

এই ঘটনায় আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, মামুনকে আলাদা নিরাপত্তায় রাখতে হবে এবং যথাসময়ে সাক্ষ্য দিতে আদালতে হাজির করতে হবে।