ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নিশানের চেয়ারম্যান বেলালসহ কর্মকর্তা গোবিন্দ গ্রেপ্তার Logo মাধবপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন Logo বাহুবলে কূপে গ্যাসের সন্ধান, সম্ভাব্য মূল্য ৪৭০০ কোটি টাকা Logo নবীগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান, দুই জনকে অর্থদণ্ড Logo লাখাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo নবীগঞ্জে ভুয়া ডাক্তার কাজল নাথকে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড Logo নবীগঞ্জে নিখোঁজের দু’ দিন পর যুবকের লাশ উদ্ধার, মূলহোতা আউয়াল গ্রেফতার Logo সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ Logo মাধবপুরে নিশানের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ Logo জামালপুরে আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত

দ্বিতীয় ধাপের সংলাপ অধিবেশন ঢাকায় শুরু

বাংলার খবর ডেস্ক:
ঢাকায় দ্বিতীয় দফার সংলাপ অধিবেশন শুরু হয়েছে সোমবার (৭ জুলাই) সকালে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল সাড়ে ১১টায় এই অধিবেশনের আনুষ্ঠানিক সূচনা হয়।

অধিবেশনে সভাপতিত্ব করেন সংলাপ কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এবারের আলোচনায় অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপিসহ মোট ৩০টি রাজনৈতিক দল, যার মধ্যে দুটি জোটভুক্ত দলও রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই অধিবেশনে সংলাপ কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান এবং মোহাম্মদ আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন।

বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। জামায়াতের হয়ে অংশ নেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এনসিপির পক্ষে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নেতৃত্ব দেন।

উল্লেখ্য, চলমান রাজনৈতিক সংকট নিরসনে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সংলাপ কমিশনের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। কমিশন সূত্রে জানা গেছে, এই আলোচনা থেকে অর্জিত মতামতের ভিত্তিতেই আগামী দিনের সাংবিধানিক ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।

এই সংলাপকে কেন্দ্র করে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়। অংশগ্রহণকারী রাজনৈতিক দলের নেতারা আশা প্রকাশ করেন, এই সংলাপ ভবিষ্যতের শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন বাস্তবায়নে বড় ভূমিকা রাখবে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নিশানের চেয়ারম্যান বেলালসহ কর্মকর্তা গোবিন্দ গ্রেপ্তার

error:

দ্বিতীয় ধাপের সংলাপ অধিবেশন ঢাকায় শুরু

আপডেট সময় ১২:৪১:০৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

বাংলার খবর ডেস্ক:
ঢাকায় দ্বিতীয় দফার সংলাপ অধিবেশন শুরু হয়েছে সোমবার (৭ জুলাই) সকালে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল সাড়ে ১১টায় এই অধিবেশনের আনুষ্ঠানিক সূচনা হয়।

অধিবেশনে সভাপতিত্ব করেন সংলাপ কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এবারের আলোচনায় অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপিসহ মোট ৩০টি রাজনৈতিক দল, যার মধ্যে দুটি জোটভুক্ত দলও রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই অধিবেশনে সংলাপ কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান এবং মোহাম্মদ আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন।

বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। জামায়াতের হয়ে অংশ নেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এনসিপির পক্ষে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নেতৃত্ব দেন।

উল্লেখ্য, চলমান রাজনৈতিক সংকট নিরসনে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সংলাপ কমিশনের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। কমিশন সূত্রে জানা গেছে, এই আলোচনা থেকে অর্জিত মতামতের ভিত্তিতেই আগামী দিনের সাংবিধানিক ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।

এই সংলাপকে কেন্দ্র করে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়। অংশগ্রহণকারী রাজনৈতিক দলের নেতারা আশা প্রকাশ করেন, এই সংলাপ ভবিষ্যতের শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন বাস্তবায়নে বড় ভূমিকা রাখবে।