ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মাধপুরের তেলিয়াপাড়ায় বিজিবির দিবারাত্রি দুই অভিযানে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত এলাকায় দিবারাত্রি দুইটি পৃথক বিশেষ অভিযানে ১৬৪ বোতল ভারতীয় মদ ও ইস্কফ সিরাপ জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। উদ্ধার করা মাদকদ্রব্যের মোট সিজার মূল্য প্রায় ৮৩ হাজার ২০০ টাকা।

বুধবার সকালে বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ নভেম্বর সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া বিওপি’র একটি বিশেষ টহলদল মাধবপুরের সীমান্তবর্তী জালারপাড় চা-বাগান এলাকায় অভিযান চালায়। এসময় লুকানো অবস্থায় মালিকবিহীন ১৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার সিজার মূল্য ২৪ হাজার টাকা।

এর আগে, ১৮ নভেম্বর রাত ৮টা ৩০ মিনিটে একই বিওপি’র আরেকটি টহলদল তেলিয়াপাড়া এলাকার খ্রিষ্টান কবরস্থান সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করে। সেখানে পরিত্যক্ত অবস্থায় ১৪৮ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ জব্দ করা হয়, যার সিজার মূল্য ৫৯ হাজার ২০০ টাকা।

৫৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, উদ্ধার করা মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান চলমান থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ
error:

মাধপুরের তেলিয়াপাড়ায় বিজিবির দিবারাত্রি দুই অভিযানে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ

আপডেট সময় ০৩:৩৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত এলাকায় দিবারাত্রি দুইটি পৃথক বিশেষ অভিযানে ১৬৪ বোতল ভারতীয় মদ ও ইস্কফ সিরাপ জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। উদ্ধার করা মাদকদ্রব্যের মোট সিজার মূল্য প্রায় ৮৩ হাজার ২০০ টাকা।

বুধবার সকালে বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ নভেম্বর সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া বিওপি’র একটি বিশেষ টহলদল মাধবপুরের সীমান্তবর্তী জালারপাড় চা-বাগান এলাকায় অভিযান চালায়। এসময় লুকানো অবস্থায় মালিকবিহীন ১৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার সিজার মূল্য ২৪ হাজার টাকা।

এর আগে, ১৮ নভেম্বর রাত ৮টা ৩০ মিনিটে একই বিওপি’র আরেকটি টহলদল তেলিয়াপাড়া এলাকার খ্রিষ্টান কবরস্থান সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করে। সেখানে পরিত্যক্ত অবস্থায় ১৪৮ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ জব্দ করা হয়, যার সিজার মূল্য ৫৯ হাজার ২০০ টাকা।

৫৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, উদ্ধার করা মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান চলমান থাকবে।