
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিহবিগঞ্জের মাধবপুরে ভারতীয় ইস্কফসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ ধর্মঘর এলাকায় এ অভিযান চালায়।
অভিযানে মো. রুবেল মিয়া (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তার কাছ থেকে ২৭ বোতল ভারতীয় ইস্কফ জব্দ করা হয়। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও আটক করা হয়।
আটক রুবেল মিয়া নরসিংদী সদর উপজেলার বাসাইল গ্রামের মো. কাজল মিয়ার ছেলে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটককৃত আসামিকে মাদকদ্রব্য ও অন্যান্য জব্দকৃত মালামালসহ মাধবপুর থানায় মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে।”
বাংলার খবর ডেস্ক : 






















