ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মাধবপুরে ১ কোটি টাকার ভারতীয় জিরা ও কাভার্ড ভ্যান জব্দ করেছে বিজিবি

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা এবং একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্য ও গাড়ির বাজারমূল্য প্রায় ১ কোটি ২ লক্ষ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বিষয়টি নিশ্চিত করে। এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, ঢাকা–সিলেট মহাসড়ক দিয়ে কাভার্ড ভ্যানে করে ভারতীয় চোরাই পণ্য পাচারের চেষ্টা চলছিল— এমন তথ্যের ভিত্তিতে টহল দল অবস্থান নেয়। পরে সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালালে বিপুল পরিমাণ মালিকবিহীন ভারতীয় জিরা উদ্ধার করা হয়। গাড়িটির বৈধ কাগজপত্র পাওয়া যায়নি এবং পণ্যেরও কোনো দাবিদার মেলেনি। ফলে আইন অনুযায়ী পণ্য ও ভ্যানটি জব্দ করা হয়।

জব্দকৃত পণ্য ও যানবাহনের সিজার তালিকা প্রস্তুত করে তাৎক্ষণিকভাবে শায়েস্তাগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান তানজিল বলেন, “সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকপাচার রোধে বিজিবি সবসময় তৎপর। আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ
error:

মাধবপুরে ১ কোটি টাকার ভারতীয় জিরা ও কাভার্ড ভ্যান জব্দ করেছে বিজিবি

আপডেট সময় ০৪:৫৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা এবং একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্য ও গাড়ির বাজারমূল্য প্রায় ১ কোটি ২ লক্ষ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বিষয়টি নিশ্চিত করে। এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, ঢাকা–সিলেট মহাসড়ক দিয়ে কাভার্ড ভ্যানে করে ভারতীয় চোরাই পণ্য পাচারের চেষ্টা চলছিল— এমন তথ্যের ভিত্তিতে টহল দল অবস্থান নেয়। পরে সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালালে বিপুল পরিমাণ মালিকবিহীন ভারতীয় জিরা উদ্ধার করা হয়। গাড়িটির বৈধ কাগজপত্র পাওয়া যায়নি এবং পণ্যেরও কোনো দাবিদার মেলেনি। ফলে আইন অনুযায়ী পণ্য ও ভ্যানটি জব্দ করা হয়।

জব্দকৃত পণ্য ও যানবাহনের সিজার তালিকা প্রস্তুত করে তাৎক্ষণিকভাবে শায়েস্তাগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান তানজিল বলেন, “সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকপাচার রোধে বিজিবি সবসময় তৎপর। আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে।”