
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ১১নং বাঘাসুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং মহান মুক্তিযুদ্ধের বীর সন্তান মোঃ আলাউদ্দিন তালুকদার (বেনু মিয়া) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার ভোরে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।
বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন তালুকদার ছিলেন মাধবপুরের রাজনীতির এক প্রভাবশালী ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের নেতৃত্বে থেকে স্থানীয় উন্নয়ন, শিক্ষা ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি ছিলেন সংগঠক হিসেবে সক্রিয়।
দলীয় সূত্রে জানা যায়, তিনি ছিলেন আওয়ামী লীগের একজন নীতিনিষ্ঠ, ত্যাগী ও সৎ নেতা। সামাজিক কর্মকাণ্ডেও তার অবদান ছিল অনন্য।
তিনি স্ত্রী, ১০ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে মাধবপুর উপজেলা আওয়ামী লীগ, বাঘাসুরা ইউনিয়ন পরিষদ ও স্থানীয় জনগণের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলার খবর ডেস্ক : 






















