
মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ থেকে নবীগঞ্জ: চোরাই মোবাইল উদ্ধার করতে গিয়ে নবীগঞ্জ থানা পুলিশকে লক্ষ্য করে চোর ও তাদের পরিবারের সদস্যদের বেবস্থা গোষ্ঠী আক্রমণ চালায়, যাতে তিন দারোগাসহ মোট ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত কনস্টেবল ইমরানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, আর বাকিদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে শহরের ফুলকলির পেছনে অবস্থিত শিবপাশা এলাকায়। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে এসআই মেহেদী, এসআই মাইনুল ও এএসআই মোশাররফের নেতৃত্বে পুলিশের বিশেষ টিম সেখানে অভিযান চালায় এবং চোরাই মোবাইল উদ্ধার করার চেষ্টা করলে চোর চক্র ও তাদের আত্মীয়স্বজন আকস্মিকভাবে পুলিশের ওপর হামলা চালায়।
এক পর্যায়ে মামুন মিয়া নামে এক যুবক ধারালো দা দিয়ে কনস্টেবল ইমরানকে কুপিয়ে গুরুতর জখম করলে অন্যান্য পুলিশ সদস্য তাকে রক্ষা করতে গেলে তারা একইভাবে আহত হন। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে এবং দা হাতে থাকা মামুন মিয়া সহ মোট পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসে।
আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল ইমরানকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আটককৃত মামুন মিয়া নোয়াপাড়া গ্রামের মৃত হিরণ মিয়ার ছেলে বলে জানাযায়। স্থানীয়রা জানান, ওই পরিবারের বিরুদ্ধে পূর্বে থেকেই নানা ধরনের অভিযোগ রয়েছে।
নির্বাহী কর্মকর্তা ও থানার কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছেন এবং হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন। এলাকাবাসী নিরাপত্তা জোরদারের আবেদন জানিয়েছেন এবং ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন।
বাংলার খবর ডেস্ক : 






















