ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মাধবপুর সীমান্তে ৪ নারী আটক

বাংলার খবর ডেস্ক হবিগঞ্জের মাধবপুর সীমান্ত থেকে চার বাংলাদেশি নারীকে আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপি ক্যাম্পের টহলদল। সোমবার সকালে সীমান্ত পিলার ১৯৯৬/৮ এস থেকে প্রায় ৫০০ গজ ভেতরে ধর্মঘর-মালঞ্চপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

লোগোর উপরে চাপ দিলেই চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,*

আটক নারীদের পরিচয়
আটককৃতরা হলেন—
– বিবি জহুরা (৩৯), পিতা মৃত আব্দুল হক, গ্রাম লাউতলী, থানা বেগমগঞ্জ, জেলা নোয়াখালী।
– মিনারা আক্তার (২৬), পিতা মেহেনুল্লাহ বেপারী, পোঃ আড়াইলিয়া, থানা গজারিয়া, জেলা মুন্সিগঞ্জ।
– ঝর্ণা আক্তার (১৯), পিতা শিকুল ইসলাম, গ্রাম মদন দক্ষিণপাড়া, থানা মদন, জেলা নেত্রকোনা।
– ফারজানা আক্তার শৈলী (২২), পিতা শরীফ মিয়া, গ্রাম রসুলপুর, থানা নিকলি, জেলা কিশোরগঞ্জ।

ভারত যাওয়ার চেষ্টা
বিজিবির জিজ্ঞাসাবাদে আটক নারীরা জানান, তারা ভারতের কলকাতায় গৃহকর্মীর কাজ করার উদ্দেশ্যে অবৈধ পথে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। এ সময় টহলদল তাদের আটক করে থানায় হস্তান্তর প্রক্রিয়া বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, আটক নারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মাধবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন > https://banglarkhabor24.com/news/7124

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ বিজিবির অভিযানে কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ

error:

মাধবপুর সীমান্তে ৪ নারী আটক

আপডেট সময় ১২:২২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

বাংলার খবর ডেস্ক হবিগঞ্জের মাধবপুর সীমান্ত থেকে চার বাংলাদেশি নারীকে আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপি ক্যাম্পের টহলদল। সোমবার সকালে সীমান্ত পিলার ১৯৯৬/৮ এস থেকে প্রায় ৫০০ গজ ভেতরে ধর্মঘর-মালঞ্চপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

লোগোর উপরে চাপ দিলেই চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,*

আটক নারীদের পরিচয়
আটককৃতরা হলেন—
– বিবি জহুরা (৩৯), পিতা মৃত আব্দুল হক, গ্রাম লাউতলী, থানা বেগমগঞ্জ, জেলা নোয়াখালী।
– মিনারা আক্তার (২৬), পিতা মেহেনুল্লাহ বেপারী, পোঃ আড়াইলিয়া, থানা গজারিয়া, জেলা মুন্সিগঞ্জ।
– ঝর্ণা আক্তার (১৯), পিতা শিকুল ইসলাম, গ্রাম মদন দক্ষিণপাড়া, থানা মদন, জেলা নেত্রকোনা।
– ফারজানা আক্তার শৈলী (২২), পিতা শরীফ মিয়া, গ্রাম রসুলপুর, থানা নিকলি, জেলা কিশোরগঞ্জ।

ভারত যাওয়ার চেষ্টা
বিজিবির জিজ্ঞাসাবাদে আটক নারীরা জানান, তারা ভারতের কলকাতায় গৃহকর্মীর কাজ করার উদ্দেশ্যে অবৈধ পথে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। এ সময় টহলদল তাদের আটক করে থানায় হস্তান্তর প্রক্রিয়া বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, আটক নারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মাধবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন > https://banglarkhabor24.com/news/7124