
বাংলার খবর ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর সীমান্তে বিশেষ অভিযানে হুন্ডির নগদ ৫ লাখ ৪ হাজার টাকা আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
বিজিবি জানায়, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ ধর্মঘর বিওপির বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-১৯৯৪/১-এস থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর উপজেলার মোহনপুর এলাকায় ফাঁদ পেতে অবস্থান নেয়। এক পর্যায়ে ভারতের দিক থেকে একজন লোক সীমান্ত অতিক্রম করলে টহলদল তাকে ধাওয়া করে। এসময় সে দুটি ছোট কার্টুন ফেলে পালিয়ে যায়। পরে কার্টুন দুটি থেকে ৫ লাখ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটককৃত নগদ টাকা মালিকবিহীন হওয়ায় তা মাধবপুর থানায় মামলা দায়ের সাপেক্ষে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া সীমান্ত দিয়ে যাতে কোন প্রকার হুন্ডি পাচার সংঘটিত না হয় সে ব্যাপারে ২৫ বিজিবি বদ্ধপরিকর।