
বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর, হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে “প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫” বাস্তবায়ন বিষয়ে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) ইউনিয়ন পরিষদ হলরুমে সভাটি আয়োজন করে ইউনিয়ন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন কমিটি। সভার শুরুতেই মাইলস্টোন স্কুল ট্র্যাজেডির নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কমিটির সভাপতি এস. এম. আতাউল মোস্তফা সোহেল। প্রধান অতিথি ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. জাকিরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর,উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ইসমাইল তালুকদার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোস্তাক আহমেদ সোহাগ
সভা সঞ্চালনা করেন সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ কবির হোসেন। সভায় ইউনিয়নের ২১টি সরকারি-বেসরকারি স্কুলের শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধানরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, এই মেধা বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মাঝে পড়ালেখার আগ্রহ বাড়াবে এবং মানসম্মত শিক্ষার দিকে অগ্রসর করবে।
উল্লেখ্য, পরীক্ষা কার্যক্রমটি তিনটি ক্লাস্টারে বিভক্ত হয়ে আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করবে। পুরো কার্যক্রমটি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে সম্পন্ন হবে।