
বাংলার খবর মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে এনজিও আমেনা ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের ঘটনায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার হবিগঞ্জ দায়রা জজ আদালত এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, আমেনা ফাউন্ডেশনের মাইক্রোফিন্যান্স কর্মকর্তা আরিফুর রহমান চাকরিকালীন সময়ে দেড় লাখ টাকা আত্মসাৎ করে পালিয়ে যান। সংস্থাটি Negotiable Instruments Act 1881-এর ১৩৮ ধারায় মামলা করে। দীর্ঘ শুনানি শেষে আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দেড় লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। মাধবপুর উপজেলার শাহজাহানপুর গ্রামের লিলু মিয়ার ছেলে আরিফুর রহমান বর্তমানে পলাতক, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
অন্যদিকে, চুনারুঘাট উপজেলার ফান্দ্রাইল গ্রামের লুৎফা বেগম আমেনা ফাউন্ডেশনের তেলিয়াপাড়া শাখায় কর্মরত অবস্থায় ৪ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ করেন। টাকা ফেরতের আশ্বাস দিয়ে তার মা হামিদা খাতুন একই অঙ্কের চেক প্রদান করলেও ব্যাংকে জমা দেওয়ার পর অপর্যাপ্ত তহবিলের কারণে তা ফেরত আসে। পরে মামলায় হবিগঞ্জের ১ম যুগ্ম দায়রা জজ আদালত হামিদা খাতুনকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ অর্থদণ্ডে দণ্ডিত করেন। তিনি বর্তমানে পলাতক, তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
আমেনা ফাউন্ডেশনের এরিয়া অ্যাডমিনিস্ট্রেটর মো. মোস্তাক হোসেন চৌধুরী জানান, তারা প্রতিষ্ঠানের ক্ষতির উদ্দেশ্যে অর্থ আত্মসাৎ করেছেন, যার কারণে আদালতের আশ্রয় নিতে হয়। মাধবপুর থানার ওসি মোহাম্মদ শহিদ উল্লাহ বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিতে পুলিশ তৎপর।