
বাংলার খবর ডেস্ক
হবিগঞ্জের মাধবপুর বাজারে মেয়াদোত্তীর্ণ ও চিকিৎসকদের জন্য নির্ধারিত ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অপরাধে দুই ওষুধ ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জাহিদ বিন কাশেমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে বেশ কয়েকটি দোকানে মেয়াদোত্তীর্ণ ও শুধুমাত্র চিকিৎসকদের জন্য নির্ধারিত ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি হতে দেখা যায়। এসব অপরাধে ভোক্তা স্বার্থ ও জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হওয়ায় সংশ্লিষ্ট দুই ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।