
বাংলার খবর ডেস্ক
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ খানকে আটক করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার দুপুরে হবিগঞ্জ জেলা জজ আদালতে হাজিরা দিতে গেলে বিচারক জেসমিন আরা বেগম তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
কোর্ট ইন্সপেক্টর নাজমুল হক জানান, কয়েকদিন আগে স্থানীয় এক মারামারির ঘটনায় চেয়ারম্যান মাসুদ খান আসামি হন। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় পুনরায় জেলা জজ আদালতে জামিন আবেদন করলে তা খারিজ করা হয়।