
বাংলার খবর প্রতিনিধি, লাখাই (হবিগঞ্জ)হবিগঞ্জের লাখাই উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আল-আমিন ইসলাম অনিক। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে বিআরডিবির সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা দেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা বিমান কুমার দাশ।
জানা গেছে, চেয়ারম্যান পদের জন্য একমাত্র প্রার্থী ছিলেন অনিক। প্রতিদ্বন্দ্বী না থাকায় নিয়ম অনুযায়ী তাকেই নির্বাচিত ঘোষণা করা হয়।
ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—হবিগঞ্জ জেলার পল্লী উন্নয়ন উপ-পরিচালক হুমায়ুন কবির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হোসেন খান, প্রকল্প কর্মকর্তা কে এম শাহেদ আহমেদ, উপজেলা সমবায় অফিসার রূপালী রানী পাল, সাবেক বিআরডিবি চেয়ারম্যান তোফাজ্জল হক, লাখাই প্রেসক্লাবের সহ-সভাপতি আশীষ দাশগুপ্ত প্রমুখ।
এদিকে নতুন চেয়ারম্যান আল-আমিন ইসলাম অনিক দায়িত্ব গ্রহণের পর উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে অগ্রাধিকার দেয়ার ঘোষণা দেন। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে।