
পারভেজ হাসান, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় মোবাইল চুরির ঘটনায় কুখ্যাত চোর আব্বাস মিয়াকে জনতা হাতে-নাতে ধরে কিছু ‘উত্তম-মাধ্যম’ দিয়ে ছেড়ে দিয়েছে। বুধবার (২৩ জুলাই ২০২৫) সকালে বুল্লাবাজারে চোরাই মোবাইল বিক্রির সময় স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করা হয়।
বুল্লাবাজারের ব্যবসায়ী মকবুল মিয়া জানান, ৫নং করাব ইউনিয়নের করাব গ্রামের আব্বাস উদ্দিন এলাকায় একজন পরিচিত চোর। সে ভিক্ষুক সেজে গ্রামে ঘুরে বেড়ায় এবং সুযোগ পেলেই চুরি করে। বুধবার সকালে একটি মোবাইল বিক্রির সময় কথাবার্তায় অসামঞ্জস্য থাকায় দোকানিরা তাকে আটকে রাখে।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদ ও উত্তম-মাধ্যম প্রয়োগে আব্বাস স্বীকার করে, মোবাইলটি লাখাইয়ের মশাদিয়া গ্রাম থেকে চুরি করেছে। যদিও তখন সে মালিকের নাম বলতে পারেনি। স্থানীয়রা আরও জানান, আব্বাস প্রায়ই ব্যাগ হাতে ভিক্ষার ছলে ঘরে ঢুকে যা পায় তাই নিয়ে চলে যায়। এর আগেও বিভিন্ন গ্রামে তাকে একাধিকবার চুরির ঘটনায় আটক করা হয়েছে।
আটকের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মোবাইলের প্রকৃত মালিক সনাক্ত হন। তিনি হলেন মাসুক মিয়ার ছেলে রুয়েল মিয়া। রুয়েল জানান, মোবাইলটি চার্জে রেখে বাইরে গেলে এক ফকির ঘরে ঢুকে সেটি চুরি করে। পরবর্তীতে ফেসবুকে ভিডিও দেখে তিনি মোবাইল ফিরে পান এবং ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্থানীয় চালক কাদির মিয়া জানান, জনতা আব্বাসকে আটকের পর তার কাছ থেকে মোবাইল উদ্ধার করে এবং পরে ছেড়ে দেয়। তবে এলাকাবাসীর দাবি, তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।