
জাতীয় কবিতা পরিষদ জামালপুর জেলা শাখার নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৮ মে জামালপুর জেনারেল হাসপাতাল এর প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। জাতীয় কবিতা পরিষদ জামালপুর জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য কবি মাহবুব বারী সভাপতিত্ব করেন।
বাচিক শিল্পী অনন্যা সাহা ও এম আর আই রাসেল ও কবি ফারজানা ইসলাম এর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানটি খুবই প্রাণবন্ত হয়ে উঠে। অভিষেক অনুষ্ঠানের সভাপতি কবি মাহবুব বারী নব গঠিত কমিটির উপস্থিত সকলকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।এছাড়াও অনুষ্ঠান শুরুতে বিগত কমিটির প্রয়াত সকল কবি ও সাহিত্যিকদের আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
নব গঠিত কার্যকর কমিটিতে যারা আছেন তাঁরা হলেন সভাপতি কবি প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, সহ-সভাপতি কবি শেখ ফজল, সহ-সভাপতি কবি রজব বকশি
সাধারণ সম্পাদক কবি ডাক্তার তারিক মেহের, যুগ্ম সম্পাদক কবি ফারজানা ইসলাম, যুগ্ম সম্পাদক কবি মিনহাজ উদ্দিন শপথ,অর্থ সম্পাদক কবি মো. আব্দুল হাই আলহাদী, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মুরাদ, সহ- সাংগঠনিক সম্পাদক কবি আরিফুল ইসলাম, প্রকাশনা সম্পাদক কবি আরিফুর রহমান, সহ- প্রকাশনা সম্পাদক কবি হৃদয় লোহানী, প্রচার সম্পাদক কবি রাজন্য রুহানি,সহ- প্রচার সম্পাদক কবি এরশাদ জাহান, কার্যকর সদস্য কবি জয়শ্রী ঘোষ, কবি রুবেল প্রাকৃতজন, কবি তারিকুল ফেরদৌস, কবি জুনায়েদ খালিদ, কবি শাহেদা ফেরদৌসী, কবি প্রতিমা ধর, কবি তোফায়েল হোসেন, কবি আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।
এছাড়াও উপদেষ্টা পরিষদের উপদেষ্টাগণ হলেন কবি মাহবুব বারী, কবি ফাররোখ আহমেদ, কবি ধ্রবজ্যোতি ঘোষ,কবি আলী জহির, কবি কায়েদ – উয- জামান,কবি মাসুম মোকাররম ও কবি জাহাঙ্গীর সেলিম।
অভিষেক অনুষ্ঠানে সদস্যগণ আগামী দিন গুলোতে নব গঠিত কার্যকরী কমিটি কী কী কাজ করবে তা নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতে কবিতা,গল্প ও সাহিত্যে বই প্রকাশনা নিয়েও প্রাণবন্ত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলার জাতীয় পর্যায়ে কবি ও সাহিত্য অঙ্গনে যারা বিশেষ অবদান রেখেছেন তাদেরকে আনুষ্ঠানিক ভাবে প্রয়াতদের স্মরণ ও বরণ করা।
এছাড়াও নবীন কবি ও সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতার বিষয়ে ফান্ড গঠন, নিয়মিত কবিতাপাঠ ও সাহিত্য পাঠ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা আয়োজনসহ বিভিন্ন উপজেলায় কমিটির উদ্যোগে মাসিক কবি সভা করাসহ সাহিত্য সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করা হয়। পরে কবিদের স্বরচিত কবিতা পাঠ ও গীতিকবি তাদের সংগীত পরিবেশন করেন।