
বাংলার খবর মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে লুটপাট ও ভাঙচুর মামলার প্রধান আসামীকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে চৌমুহনী বাজারে এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান, সোনাই নদী রাবার ড্যাম সমবায় সমিতির সভাপতি ছায়েদুর রহমান, চৌমুহনী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, মামলার বাদী সবুজ মিয়া, ছাত্রনেতা শিমুল শাহ, সমাজসেবক গিয়াস উদ্দিন এবং ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মেহেদী হাসানের চাহিদা অনুযায়ী বাদী টাকা দিতে অস্বীকৃতি জানালে, বিপুল অর্থের বিনিময়ে মামলার মূল আসামী—বহরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুর রহমান এবং যুবলীগ নেতা আনিছুর রহমান—কে অভিযোগপত্র থেকে বাদ দিয়ে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩ জুলাই চৌমুহনী ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য সোহাগ মিয়ার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৪ জুলাই সোহাগ মেম্বারের বড় ভাই সবুজ মিয়া বাদী হয়ে আরিফুর রহমানকে প্রধান আসামী করে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
পরে ১২ আগস্ট বাদী সবুজ মিয়া হবিগঞ্জের পুলিশ সুপারের কাছে এসআই মেহেদী হাসানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন।