
নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জ শহরের আধুনিক স্টেডিয়াম পাশে একটি ডোবা থেকে মঞ্জব আলী (৫৩) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৯ জানুয়ারি) সকালে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠায় হবিগঞ্জ সদর থানা পুলিশ।
নিহত মঞ্জব আলী সদর উপজেলার লোকড়া গ্রামের বাসিন্দা। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায় তিনি দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীন।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) আলমগীর কবির জানান, সকালে আধুনিক স্টেডিয়ামের পাশে ডোবায় এক ব্যাক্তির ভাসমান মরদেহ দেখতে পান। পরে তারা থানায় খবরদিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি জানান, মারা যাওয়া মঞ্জব আলী মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। মৃতদেহের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। পরিবার কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেয়ার জন্র জেলা প্রশাসকের অতিরিক্ত ম্যাজিস্ট্রেটের অনুমতি আনার কারণে আমরা মরদেহ দিয়ে দিয়েছি।