
মবাংলার খবর প্রতিনিধি, জৈন্তাপুর, সিলেট: সিলেটের জৈন্তাপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে গেলে অন্তত ২৮ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) রাত ৮টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাফলং থেকে ছেড়ে আসা বাসটি সিলেটের দিকে যাওয়ার সময় কাটাগাং এলাকায় পৌঁছালে একই দিকে চলা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহতদের মধ্যে গুরুতর ৭ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি ২১ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঘটনার বিষয়ে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, “বাস দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পরে দুর্ঘটনাকবলিত বাসটি রেকার দিয়ে উদ্ধার করা হয়।”
এই ঘটনায় সড়ক পরিবহন নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।