
মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে মাইক্রোবাসের ধাক্কায় আরফান মিয়া (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ২ আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহত আরফান উপজেলার বহরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের রহিম বাদশার ছেলে। বৃহস্পতিবার বিকালে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ককের সুরমা চা বাগান আমতলীতে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহী আরফান কাজীসহ ৩ জন।
৩ বন্ধু মোটরসাইকেল নিয়ে সাতছড়ি বনে ঘুরতে যান। বিকালে ফেরার পথে সুরমা চা বাগান আমতলী এলাকায় পৌঁছালে চুনারুঘাট অভিমূখী একটি মাইক্রোবাস মোটরসাইকেলে ধাক্কা দিলে আরফান কাজী ঘটনাস্থলেই মৃত্যু হয়। সাথে থাকা ২ আরোহী গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন।
একই দিন দুপুরে উপজেলার হরিণখোলা-চৌমুহনী সড়কে সিএনজি যাত্রী আঃ মান্নান আবু মিয়ার (৮০)বুকে এক পথচারীর বাঁশ ঢুকে তার করুন মৃত্যু হয়েছে।তিনি হরিণখোলা গ্রামের মন্তাজ মিয়ার ছেলে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল-মামুন সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ খবর পেয়ে লাশ পুলিশের হেফাজতে নিয়েছে আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনের নিকট হস্তান্তর করা হবে।